যখন বৈশাখ মাস আসে এবং বৈশাখী ধান কাটার মৌসুম হয়। কৃষকরা নতুন ধান কাটতে শুরু করে তখন ধান যাতে সুন্দরভাবে শুকানো যায় এবং রিলাক্সে নড়াচড়া করা যায় সেজন্য উঠান কে গোবর দ্বারা লেপা হয়।
এরপর যখন উঠান শুকিয়ে যায় তখন তাতে ধানগুলো রৌদ্রে শুকাতে দেয়া হয়। এখন আমার প্রশ্ন হল ওই উঠোনে কারো ভেজা পা লাগলে পা নাপাক হয়ে যাবে কি?
উত্তর গোবর দ্বারা উঠান লেপার পর শুকিয়ে গেলে তাতে ভেজা পা লাগলে সাধারণত পায়ে নাপাকের চিহ্ন প্রকাশ পায় না তাই পা নাপাক হবে না। তবে সেই উঠানে কেউ যদি পানি ঢেলে দেয় ফলে গোবর প্রকাশ পেয়ে যায় আর সেখানে পা পড়ে এবং পায়ে নাপাকের চিহ্ন প্রকাশ পেয়ে যায় তাহলে পা নাপাক হয়ে যাবে।
الرجل اذا غسل رجله ومشى على ارض نجسة بغير نعل فابتلت الارض من بلل رجله واسود وجه الارض لكن لم يظهر اثر بلل الارض في رجله فصلى جازت صلاته وان كان بلل الماء في الرجل كثيرا حين مشى على وجه الارض وابتل وجه الارض وصارطينا ثم اصاب الطين رجله لا يجوز صلاته
ফাতাওয়া তাতারখানিয়া ১/৪৩৪ খুলাসাতুল ফাতাওয়া ১/৪৬. ফাতাওয়া হিন্দিয়া ১/১০২
উত্তর প্রদানে
মুফতি সাদিকুর রহমান
মুশরিফ
ফাতওয়া বিভাগ শেখ জনূরুদ্দীন র.দারুল কুরআন মাদরাসা
চৌধুরী পাড়া ঢাকা
[email protected]
-এটি