শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬


ফরজ গোসলের পর ভেতরে থাকা অবশিষ্ট কিছু বের হলে পুনরায় কি গোসল করতে হবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বামী-স্ত্রী পরস্পর মিলন করল অথবা ঘটনাক্রমে তাদের স্বপ্নদোষ হল ফলে তারা গোসল করল এবং নামাজ আদায় করল এরপর উভয়ের ভেতরে থাকা অবশিষ্ট বীর্য বের হয়ে আসল। এখন কি তাদেরকে আবার গোসল করতে হবে? আদায়কৃত নামায ও কি পুনরায় পড়তে হবে?

উত্তর উক্ত মাসালার কয়েকটি অবস্থা এক, গোসল ফরজ হওয়ার পর উভয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করল অথবা পেশাব করল অথবা ঘুমিয়ে গেল তারপর ঘুম থেকে উঠে গোসল করল এবং নামাজ আদায় করল। তখন তাদের ভেতরে থাকা অবশিষ্ট বীর্য বের হয়ে আসল তাহলে তাদের উপর পুনরায় গোসল ওয়াজিব হবে না এবং নামাজ ও আদায় করতে হবে না।

দুই, হাটাহাটি, নিদ্রা বা পেশাব করা না করে গোসল করল এরপর বীর্যপাত হল তাহলে ইমাম আবু হানিফা রহ.ও ইমাম মুহাম্মদ রহ. এর মতে তাদের উপর পুনরায় গোসল ওয়াজিব হবে।

এই অভিমতটি অধিক সতর্কতামূলক এবং এর উপরই ফতোয়া। অবশ্য ইমাম আবু ইউসুফ রহ. এর মতে পুনরায় গোসল করতে হবেনা ।কিন্তু তিন ইমামের মতেই উক্ত অবস্থায় নামাজ পুনরায় আদায় করতে হবে না।

তিন. মহিলার ভেতর থেকে পুরুষের বীর্য বের হয়ে আসল এক্ষেত্রে মহিলার উপর পুনরায় গোসল ওয়াজিব হবে না।শুধু ওযূ করলেই চলবে। নামায পুনরায় পড়তে হবে না।

ولو اغتسل من الجنابة قبل ان يبول او ينام وصلى ثم خرج بقية المني فعليه ان يغتسل عندهما خلافا لابي يوسف ولكن لا يعيد تلك الصلاة في قولهم جميعا ولو خرج بعد ما بال او نام او مشى لا يجب عليه الغسل اتفاقا كذا في التبيين ফাতাওয়া হিন্দিয়া-১/১৪

فلو اغتسلت فخرج منها مني أعادت الغسل لا الصلاة والا فلا اي وان لم يكن منيها بل مني الرجل لا تعيد شيئا وعليها الوضوء ফাতাওয়া শামী ১/১৬০(সাঈদ), ফাতাওয়া দারুল উলুম জাকারিয়া-১/৭০১-৭০২(আশরাফিয়া)

উত্তর প্রদানে
মুফতি সাদিকুর রহমান
মুশরিফ
ফাতওয়া বিভাগ শেখ জনূরুদ্দীন র.দারুল কুরআন মাদরাসা
চৌধুরী পাড়া ঢাকা
[email protected]

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ