রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

বরুণা মাদরাসায় বছরব্যাপী ভাষা সাহিত্য ও স্পোকেন ইংলিশ কোর্সের উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম: বাংলা ভাষা সাহিত্য ও স্পোকেন ইংলিশে মাদরাসা শিক্ষার্থীদের পারদর্শী করে তুলতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলূম বরুণা মাদরাসায় বছরব্যাপী বাংলা ভাষা সাহিত্য ও স্পোকেন ইংলিশ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে মাদরাসার অন্যান্য শিক্ষকসহ প্রায় ৫ শতাধিক ছাত্র উপস্থিত ছিলেন।

গতকাল (২৪ জুলাই) রোববার বিকাল ৫ টায় মসজিদে আবু বকর রাাদয়িাল্লাহু আনহুতে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদরাসার শিক্ষাসচিব মাওলানা রশিদ আহমদ হামিদীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষাসচিব মাওলানা সাইফুর রহমান মক্কী ও মাওলানা শফিউল আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দ্বীন টিভি ইউকের চেয়ারম্যান ও মাদরাসার মুহতামিম মাওলানা শেখ বদরুল আলম হামিদী।

বাংলা ভাষা ও সাহিত্য কোর্সের মূখ্যপ্রশিক্ষক, সৃজনঘরের সাহিত্য সম্পাদক, লেখক ও কবি মামুন আবদুল্লাহ ও সহপ্রশিক্ষক সৃজনঘরের সাংগঠনিক সম্পাদক লেখক ও ছড়াকার হাম্মাদ তাহমীম, স্পোকেন ইংলিশ কোর্সে মূখ্যপ্রশিক্ষক মিজান’সের প্রশিক্ষক মিজানুর রহমান। সার্বিক তত্ত্বাবধানে আছেন, মাদরাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শেখ নুরে আলম হামিদী।

প্রধান অতিথির বক্তব্যে শেখ বদরুল আলম হামিদী বলেন, আধুনিক বিশ্বে জ্ঞান-বিজ্ঞানের উন্নতির পাশাপাশি শিল্প-সাহিত্য-সংস্কৃতির ক্ষেত্রেও আমাদের এগিয়ে যেতে হবে। এজন্য ভাষায় পাণ্ডিত্য অর্জন জরুরি। দ্বীনি খিদমতের জন্য বাংলা এবং ইংরেজি উভয় ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা অনস্বীকার্য।

অনুষ্ঠানে ইংল্যান্ড থেকে অনলাইনে যুক্ত হয়ে কর্তৃপক্ষের এমন যুগান্তকারী উদ্যোগের প্রশংসা করেন বরুণার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শেখ নূরে আলম হামিদী। অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা হিলাল আহমদ হেতিমগঞ্জী, মাওলানা তারেক হাসান চৌধুরী, মাওলানা আবু হুরায়রা জাবের প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ