রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

'ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিকেও গুরুত্ব দিতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘শিক্ষিত জাতি ছাড়া উন্নত দেশ সম্ভব নয়। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। তথ্য প্রযুক্তির প্রতিযোগীতামূলক বিশ্বে দেশকে এগিয়ে নিতে হলে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাকেও গুরুত্ব দিতে হবে।’ বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফজলে হোসেন বাদশা।

রবিবার সকালে রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত ও মৃত্যুবরণকারী শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতেই মাদ্রাসার পক্ষ থেকে এমপি বাদশাকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে রাজশাহী-২ আসনের এমপি ফজলে হোসেন বাদশা বলেন, ধর্মীয় শিক্ষা মানুষকে আদর্শিক নাগরিক হিসেবে গড়ে তোলে। তবে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির বিশ্বে দেশকে সামনে এগিয়ে নিতে হলে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার কোন বিকল্প নেই। আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা যেন কোনভাবেই পিছিয়ে না পড়ে তাই তাদের প্রযুক্তিগত শিক্ষার প্রতি আরো বেশি মনোযোগ তৈরি করতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নানামুখী দক্ষতা অর্জন করবে। সমাজ ও দেশের উন্নয়নে শক্তিশালী ভূমিকাও রাখতে পারবে।
তিনি বলেন, রাজশাহী সিটি করপোরেশন অনেক উন্নয়ন করেছে। রাজশাহীর উন্নয়নের লক্ষ্যে আমার বরাদ্দকৃত টাকাও আমি সিটি করপোরেশনকে দিয়েছি। রাজশাহী এগিয়ে যাচ্ছে, আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।

এমপি বাদশা আরও বলেন, এই এলাকাতেই আমার জন্ম। ছোটবেলায় এই মাদ্রাসাটি আমি টিনের ছাউনি হিসেবে দেখেছি। আমি যখন নির্বাচনে দাঁড়িয়েছিলাম- এই মাদ্রাসার সামনেই আমার নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছিলা। জনগণের সামনে সেদিন বলেছিলাম, আমি যদি সাংসদ নির্বাচিত হতে পারি; এই মাদ্রাসার চিত্র পাল্টে দিবো। আজকে তাকিয়ে দেখেন, সেদিনের মাদ্রাসা আর আজকের মাদ্রাসায় কতো তফাত! রাজশাহীর সকল স্কুল, কলেজ, মাদ্রাসার উন্নয়ন হয়েছে। কারণ আমি মনে করি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, মাদ্রাসা, গোরস্থান, শ্মশান এসবের উন্নয়ন শুধু উন্নয়নই নয়, একটি মহৎ কাজও বটে।

রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোরশেদ মঞ্জুর হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীন, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামরুজ্জামান কামরু, ওলামা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ওমর ফারুক, মাদ্রাসার গভর্নিং বডির সাবেক সভাপতি সারওয়ার কামাল, বর্তমান সহ-সভাপতি শরিফুর রহমান, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য আবুল হাসনাত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডা. এইচ এম শহিদুল ইসলাম।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ