আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে মাইজপাড়া লেভেল ক্রসিংয়ে শ্রমিকবাহী বাসে ট্রেনের ধাক্কায় বাসে থাকা এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়ছেন আরো ১৫ থেকে ২০ জন শ্রমিক।
আজ রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শ্রীপুর রেল স্টেশনের মাস্টার হারুন অর রশিদ।
হারুন অর রশিদ জানান, ঢাকা থকে নেত্রকোনাগামী বলাকা এক্সপ্রেস ট্রেন সকাল ৭টা ৫মিনিটে শ্রীপুর থেকে ছেড়ে যায়।
ট্রেনটি কাওরাইদ ও সাতখামাইর স্টেশনের মাঝামাঝি মাইজপাড়া লেভেল ক্রসিং পার হওয়ার সময় শ্রমিকবাহী একটি বাসও একই সময় লেভেল ক্রসিং অতিক্রম করছিল। এতে ট্রেনের ধাক্কায় বাসটি ছিটকে উল্টে পড়ে হতাহতের ঘটনা ঘটে। বাসটি করে শ্রীপুরের টেপিরবাড়ি এলাকার জামান ফ্যাশনের শ্রমিকরা কাজে যাচ্ছিলেন।
গাজীপুর রেল পুলশি ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্ল্যাহ্ জানান, এ ঘটনায় বাসের একজন যাত্রী নিহত ও অনকেই আহত হয়েছেন। আহতদরে স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিক্যালে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরচিয় জানা যায়নি।
-কেএল