আদিয়াত হাসান: আল্লামা কারী বেলায়েত হুসাইন রহ. নিবেদিত শাইখুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে কিশোরগঞ্জের হিলচিয়ায় মাদরাসা শিক্ষক ও আলেমদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (৯ জুলাই) সকাল ১১টার দিকে হিলচিয়া মাদরাসা প্রাঙ্গণে ২২ জন আলেম ও মাদরাসা শিক্ষকদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ার ইসলাম সম্পাদক মাওলানা হুমায়ুন আইয়ুব, মাওলানা রেজাউল করিম, সাবেক চেয়ারম্যান আবদুল করিম প্রমুখ।
শাইখুল কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে মাওলানা হুমায়ুন আইয়ুব বলেন, গ্রামের মকতবগুলো আজ প্রায় হারিয়ে যাচ্ছে। স্কুলমুখী বাচ্চাদের মকতবমুখী করতে হবে। আমাদের প্রতিটি সন্তানকে নামাজ রোজা আদায় করতে পারে এমন বেসিক দ্বীন শিক্ষা দিতে হবে। তাই প্রতিটি মকতবকে আলোকিত ও আদর্শ মকতব হিসাবে গড়ে তুলতে হবে।
ইমাম খতিব ও উপস্থিত আলেমদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা সমাজের দায়িত্বশীল। সচেতনভাবে দায়িত্ব পালন করবেন।
এছাড়া শায়খুল কোরআন আল্লামা কারী বেলায়েত হোসাইন রহ এর জীবন উপজীব্য করে লেখা একটি জীবনী গ্রন্থও এ সময় উপস্থিত সবাইকে দেওয়া হয়।
-কেএল