সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট প্রতিনিধি>
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় একশত হিন্দু পরিবারে চাল বিতরণ করে আসসুন্নাহ ফাউন্ডেশন।
শুক্রবার (৮ জুলাই) সকাল ১০টায় গোয়াইনঘাটের পূর্ণানগর মন্দিরে প্রতিজন ২৫ কেজি (এক বস্তা) করে মোট আড়াই মেট্রিকটন চাল বিতরণ করেন আসসুন্নাহ ফাউন্ডেশনের সমন্বয়ক রুহুল আমিন সাদি (সাইমুম সাদী)।
চাল বিতরণ সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বিপদের সময় মানুষের ধর্ম-বর্ণ, জাত-গোষ্ঠী এসব না দেখে সহায়তায় এগিয়ে আসা দরকার। আমরা আমাদের যায়গা থেকে চেষ্টা করছি, সম্প্রতির বন্ধন অটুট থাকতে সবার মাঝে সুখ-দুঃখগুলো ভাগাভাগি করার।
গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছের সভাপতিত্বে ও সাংবাদিক আবু তালহা তোফায়েলের পরিচালনায় উপস্থিত ছিলেন- হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোপাল কৃষ্ণ দে চন্দন ও সাধারণ সম্পাদক দেবব্রত ভট্টাচার্য, মাওলানা নোমান, হাফিজ সুহাইল, ইলিয়াস মাশহুদ, সুলতান মাহমুদ, হাফিজ আব্দুল্লাহ মাহফুজ, আব্বাস বিন মাহমুদ, আব্দুল্লাহ বিন দুলাল প্রমুখ।
-এএ