আওয়ার ইসলাম ডেস্ক: সম্মানিত শায়েখ আমার কাছে একজন জানতে চায়, একাধিক স্ত্রী থাকলে যদি সমানভাবে হক আদায় না করে তাইলে গুনাহ হবে কি? হইলে কি ধরনের গুনাহ, এটা কি যিনাহ থেকে বেশী? স্ত্রীদের কাছে ক্ষমা চাইলে মাফ হবে?
জবাব: কারো একাধিক স্ত্রী থাকলে তাদের মাঝে রাত্রি-যাপনের ক্ষেত্রে সমতা রক্ষা করা ওয়াজিব। অন্যান্য হকের ক্ষেত্রে সমতা জরুরী নয়। কমবেশি হতে পারে। তবে, সর্বাবস্থায় ইনসাফ রক্ষা করা জরুরী। যাতে কারো হক নষ্ট না হয়। তা সত্তেও কখনো কারো হক নষ্ট হয়ে গেলে ক্ষমা চেয়ে নিবে। স্ত্রী তা সন্তুষ্টিচিত্তে ক্ষমা করলে আল্লাহর দরবারে ক্ষমার আশা করা যায়।
উল্লেখ্য, যিনার গোনাহ এর চেয়ে অধিক মারাত্বক।(সূূরা নিসা:১২৯; ইবনে মাজাহ-৩/১৪৩; বাদাঈয়ুস সানায়ে’-২/৩৩২)
-এটি