আওয়ার ইসলাম ডেস্ক: রাঙামাটিতে অগ্নিকান্ডে ১৩টি দোকান ও ২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ শনিবার ভোরে শহরের কলেজ গেইট এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে তিনজন আহত হয়।
ক্ষতিগ্রস্তরা বলছেন এ অগ্নিকাণ্ডে প্রায় এক কোটির টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস বলছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙামাটি শহরের কলেজ গেইট এলাকায় একটি দোকানে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। মুহুর্তে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকান ও বসতঘরে। আগুন নিয়ন্ত্রণে স্থানীয়রা ছুটে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে রাঙামাটি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সেনাবাহিনী পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা। সবার যৌথ উদ্যোগে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কিন্তু এর আগেই আগুনে ১৩টি দোকান ও ২টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. রফিকুজ্জামান বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে। স্থানীয়দের মধ্যে ৩ জন আহত হয়েছে বলে শুনেছি। তবে ফায়ার সার্ভিস কর্মীরা সবাই অক্ষত আছে। আগুন ভয়াবহ ভাবে ছড়িয়ে যাওয়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
-এএ