আওয়ার ইসলাম ডেস্ক: সিলেট ও সুনামগঞ্জে বন্যা-কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে রামপুরা ও হাতিরঝিল থানা ইমাম-খতিব-ওলামা পরিষদ। মুফতী হাফীজুদ্দীনের নেতৃত্বে ৪০ সদস্যের একটি প্রতিনিধি দল দুই দিন ব্যাপী এই ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়েছেন।
সোমবার (২৭ জুন) শুরু হয়েছে এই ত্রাণ সহায়তা। আজ মঙ্গলবারও ( ২৮ জুন)অব্যাহত থাকবে।
সোমবার সিলেটের কানাইঘাট উপজেলার বড় চতুল ইউনিয়নের ‘জামিয়াতুল উলুম আল ইসলামিয়া সরুফৌদ কানাইঘাট’ মাদরাসারায় ত্রাণ বিতরণ করা হয়।
এতে ৩৫ জন আলেম ও ১৩ জন আলেমাকে দুই হাজার করে মোট ৯৬ হাজার টাকা ও ৪১ জন পুরুষ ও ১১ জন মহিলাকে মোট ৫২ হাজার টাকা দেয়া হয়। মাদরাসায় দেয়া হয়েছে পাঁচ হাজার টাকা।
এছাড়া হবিগঞ্জের বানিয়াচং এলাকার ১০ জন আলেমকে ২০ হাজার এবং জামিয়া ইসলামিয়া মাদরাসাতুল উলুম দারুল হাদীস হরিপুর, জৈন্তাপুর, সিলেটের ১০ জন আলেমকে দুই হাজার করে ২০ হাজার টাকা দেয়া হয়েছে।
সব মিলিয়ে মোট এক লাখ ৯৩ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে এই অঞ্চলে।
এদিকে আজ মঙ্গলবার ( ২৮ জুন) গোয়াইনঘাট উপজেলার তাওয়াক্কুল, জাতুগ্রাম ও লাফনাউট এই তিনটি গ্রামে আর্থিক অনুদানসহ জরুরি কিছু কাপড় সহায়তার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়াও রামপুরা ও হাতিরঝিল থানা ইমাম-খতিব-ওলামা পরিষদের সেক্রেটারি মাওলানা মুফতী মাহফুজুর রহমানের নেতৃত্বে ৩০ সদস্যের একটি টিম সুনামগঞ্জে পৌঁছেছেন।
এই টিমটি ১০ সদস্য করে তিনটি গ্রুপে ভাগ হয়ে সুনামগঞ্জ সদর, দিরাই, জামালগঞ্জ, শান্তিগঞ্জ এবং তাহেরপুরে নগদ অর্থ, জরুরি ঔষধ, শাড়ি-লুঙ্গি বিতরণ করবে।
উল্লেখ্য, দুই দিনে সুনামগঞ্জ ও সিলেটে নগদ ১৮ লাখ টাকা, জরুরি ঔষধ এবং শাড়ি-লুঙ্গি বিতরণ করা হবে।ে
এনটি