আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদিন নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ছিল ৮ দশমিক ৬৫ শতাংশ।
শুক্রবার (২৪ জুন) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এদিন চট্টগ্রামের নয়টি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়।
একই সময়ে চমেক হাসপাতাল ল্যাবে ৪৬ নমুনা পরীক্ষা করে ৮টি পজিটিভ পাওয়া যায়, চমেক ল্যাবে ৩১ টি নমুনায় ৩টি, ইপিক ল্যাবে ৪৪ টি নমুনায় ১টি, শেভরন ল্যাবে ২৯ টি নমুনায় ৩টি এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১৫৫ টি নমুনায় পরীক্ষা ৮টি পজিটিভ আসে। সবমিলে এদিন নগরে নতুন শনাক্ত হয় ৩৭ জন। এদিন উপজেলায় রোগী শনাক্ত হয় ৩ জন।
এনিয়ে চট্টগ্রামের করোনায় শনাক্ত হয়েছেন ১ লক্ষ ২৬ হাজার ৮৮৭ জন। মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৬২ জন।
-এএ