নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>
আমিরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর নির্দেশে ফটিকছড়ি ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ব্যবস্থাপনায় ১৫ লক্ষ টাকার সহায়তা নিয়ে একটি প্রতিনিধিদল ফটিকছড়ি থেকে রওনা হয়েছেন।
শুক্রবার (২৪ জুন) বাদ আছর প্রতিনিধি দলের আমীর আল্লামা আইয়ুব বাবুনগরী নেতৃত্বে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনার বানভাসি মানুষদের মাঝে নগদ অর্থ, নারীদের কাপড়, শিশুদের দুধ, বিস্কুট, ৫০০ প্যাকেট খাদ্যসহ মোট পনেরো লক্ষ্য টাকার ত্রাণ প্রদানের উদ্দেশ্যে রওনা হন।
বৃহত্তর ফটিকছড়ি ইসলামী আইন বাস্তবায়ন কমিটির এই প্রতিনিধিদলে আরও রয়েছেন- সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ শাহ ধর্মপুরী, অর্থ সম্পাদক মাওলানা মুফতি রহিমুল্লাহ শাহনগরী, আল্লামা হারুন আজিজী নদবী, সিনিয়র নায়েবে আমির জোনায়েদ বিন জালাল, নায়েবে আমির মাওলানা মুফতি খালেদ আমতলী, নায়েবে আমির কারী আবু সাঈদ রবারবাগান, সহ অর্থ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান জাফতনগর, দপ্তর সম্পাদক মুফতি আবু মাকনূন মুহাম্মদ আজিজী বাবুনগরী প্রমুখ।
আল্লামা আইয়ুব বাবুনগরী বলেন, বন্যা কবলিত এলাকার মানুষ সহায়-সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো মহৎ কাজ। সর্বোত্তম ঐ ব্যক্তি যে মানুষের কল্যাণে কাজ করেন। তাই আমাদের সাধ্য অনুযায়ী ১৫ লক্ষ টাকার খাদ্য সামগ্রী নিয়ে আমরা রওয়ানা হলাম । বন্যা কবলিত এলাকার মানুষের দুর্দশার লাঘবের জন্য আমাদেরকে যারা টাকা- পয়সা দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ তা'লার প্রত্যেকের দানকে কবুল করুণ।
-এএ