রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

আল্লামা বাবুনগরী নির্দেশে বন্যার্তদের জন্য ১৫ লক্ষ টাকার সহায়তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

আমিরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর নির্দেশে ফটিকছড়ি ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ব্যবস্থাপনায় ১৫ লক্ষ টাকার সহায়তা নিয়ে একটি প্রতিনিধিদল ফটিকছড়ি থেকে রওনা হয়েছেন।

শুক্রবার (২৪ জুন) বাদ আছর প্রতিনিধি দলের আমীর আল্লামা আইয়ুব বাবুনগরী নেতৃত্বে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনার বানভাসি মানুষদের মাঝে নগদ অর্থ, নারীদের কাপড়, শিশুদের দুধ, বিস্কুট, ৫০০ প্যাকেট খাদ্যসহ মোট পনেরো লক্ষ্য টাকার ত্রাণ প্রদানের উদ্দেশ্যে রওনা হন।

বৃহত্তর ফটিকছড়ি ইসলামী আইন বাস্তবায়ন কমিটির এই প্রতিনিধিদলে আরও রয়েছেন- সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ শাহ ধর্মপুরী, অর্থ সম্পাদক মাওলানা মুফতি রহিমুল্লাহ শাহনগরী, আল্লামা হারুন আজিজী নদবী, সিনিয়র নায়েবে আমির জোনায়েদ বিন জালাল, নায়েবে আমির মাওলানা মুফতি খালেদ আমতলী, নায়েবে আমির কারী আবু সাঈদ রবারবাগান, সহ অর্থ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান জাফতনগর, দপ্তর সম্পাদক মুফতি আবু মাকনূন মুহাম্মদ আজিজী বাবুনগরী প্রমুখ।

আল্লামা আইয়ুব বাবুনগরী বলেন, বন্যা কবলিত এলাকার মানুষ সহায়-সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো মহৎ কাজ। সর্বোত্তম ঐ ব্যক্তি যে মানুষের কল্যাণে কাজ করেন। তাই আমাদের সাধ্য অনুযায়ী ১৫ লক্ষ টাকার খাদ্য সামগ্রী নিয়ে আমরা রওয়ানা হলাম । বন্যা কবলিত এলাকার মানুষের দুর্দশার লাঘবের জন্য আমাদেরকে যারা টাকা- পয়সা দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ তা'লার প্রত্যেকের দানকে কবুল করুণ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ