সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামকে মালদ্বীপে লালগালিচা অভ্যর্থনা মহানবীর আদর্শ অনুসরণ করলে আমাদের জীবন আলোকিত হবে : ধর্ম উপদেষ্টা বর্তমানে ‘উলূমুল হাদিস’-এর প্রয়োজনীয়তা বাংলাদেশের মতো সম্প্রীতি আশপাশের দেশে খুঁজে পাবেন না: ধর্ম উপদেষ্টা ‘গাজাবাসীর পাশে দাঁড়ানো উম্মাহর আবশ্যিক দায়িত্ব’ নারী কমিশনের প্রস্তাবে পতিত স্বৈরতন্ত্রের সুযোগ: গাজী আতাউর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের স্বীকৃতি পেল মসজিদুল হারাম ‘সংস্কার কমিশনের সুপারিশ নারী সমাজের জন্য চরম অবমাননাকর’ নারী বিষয়ক সংস্কার কমিশন দেশকে অস্থিতিশীল করতে চায়: খেলাফত মজলিস সরাসরি ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু করল ইউএস-বাংলা

দুইদিন পর রাঙামাটিতে লঞ্চ চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুদিন পর রাঙামাটির ৫ উপজেলায় লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২২ জুন) উপজেলার সুবলং পয়েন্টে স্রোতের তীব্রতা কমে যাওয়ায় স্বাভাবিক হয় লঞ্চ চলাচল।

এর আগে সোমবার (২০ জুন) ওই রুটে তীব্র স্রোতের কারণে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির লঞ্চ মালিক সমিতির সভাপতি মঈনুদ্দিন সেলিম।

তিনি বলেন, অতিবৃষ্টিতে রাঙামাটির কাপ্তাই হ্রদে ভারত থেকে নেমে আসা পানির তীব্র স্রোত দেখা যায়। এ কারণে যাত্রী নিরপত্তার জন্য দুদিন রাঙামাটির ৫ উপজেলার সঙ্গে লঞ্চ চলাচল বন্ধ থাকে। বুধবার সুবলং পয়েন্টে স্রোতের তীব্রতা কমে যাওয়ায় স্বাভাবিক হয়েছে লঞ্চ চলাচল।

বুধবার সকাল থেকে জেলার ৫ উপজেলায় উদ্দেশে লঞ্চ ছেড়ে গেছে। একইভাবে উপজেলা থেকেও ছেড়ে আসার খবর পাওয়া গেছে।

গত কয়েক দিনের অতিবৃষ্টিতে ভারত থেকে নেমে আসা ঢলে পানির তীব্র স্রোত দেখা দেয় কাপ্তাই হ্রদের সুবলং পয়েন্টে। এতে দুর্ঘটনা এড়াতে পাঁচ উপজেলার সঙ্গে জেলা সদরে লঞ্চ চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল ও যাত্রী পরিবহন সংস্থা রাঙামাটি জোন।

পরে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় স্রোতের তীব্রতা কিছুটা কমে। এর ৪৮ ঘণ্টা পর আবারো চালু হয় লঞ্চ চলাচল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল ও যাত্রী পরিবহন সংস্থা রাঙামাটি জোনের চেয়ারম্যান মো. মঈনদ্দীন সেলিম জানান, কাপ্তাই হ্রদের সুবলং পয়েন্টে ভারত থেকে নেমে আসা পানির তীব্র স্রোত দেখা দেয়। এ কারণে দুর্ঘটনা এড়াতে সোম ও মঙ্গলবার ৫ উপজেলার সঙ্গে লঞ্চ চলাচল বন্ধ করা হয়।

তিনি আরও বলেন, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেশ কিছুটা বাড়ায় স্রোতের তীব্রতা কমেছে; যার কারণে ৪৮ ঘণ্টা পর আবারও লঞ্চ চলাচল স্বাভাবিক করা হয়েছে।

প্রসঙ্গত, জেলা সদরের সঙ্গে লংগদু, বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি উপজেলার একমাত্র যোগাযোগের মাধ্যম নৌপথ। এ পথে প্রতিদিন ৩০টি লঞ্চ চলাচল করে।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ