আওয়ার ইসলাম ডেস্ক: বানের পানি বেড়েছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায়। পানিবন্দি হয়ে পড়ায় উপজেলার ২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় মঙ্গলবার এক ঘোষণায় এসব প্রতিষ্ঠান বন্ধের কথা জানায়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পানিতে উপজেলার ২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার রাস্তা, বিদ্যালয়ের আঙিনা তলিয়ে গেছে। এ অবস্থায় প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া উপজেলার গোয়ালনগর ইউনিয়নের ১২টি ও চাতলপাড় ইউনিয়নের আরো ১০-১২টি বিদ্যালয়ে যেকোনো মুহূর্তে পানি ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের দিকেও নজর রাখা হয়েছে।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল আলম জানান, পানিবন্দি হয়ে পড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। অবস্থা বুঝে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
-এএ