আওয়ার ইসলাম ডেস্ক: লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, তার দেশের সমুদ্রসীমা থেকে গ্যাস সম্পদ লুট করার বিষয়ে ইহুদিবাদী ইসরাইল যদি কোন ধরনের অপচেষ্টা চালায় তাহলে হিজবুল্লাহ যোদ্ধারা কোনভাবেই চুপ থাকবে না।
লেবাননের পানি সীমা থেকে ইহুদিবাদী ইসরায়েলের হয়ে গ্যাস সম্পদ আহরণের জন্য কারিশ গ্যাসক্ষেত্রে গ্রিসের একটি জাহাজ পৌঁছানোর পর সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন।
তিনি বলেন, লেবাননের সম্পদ লুটপাট হওয়ার সময় হিজবুল্লাহ যোদ্ধারা চুপ থাকতে পারে না। প্রতিরোধ যোদ্ধাদের আবশ্যিক দায়িত্ব হচ্ছে লেবাননের ভূখণ্ড রক্ষা করা, পানিসীমা, তেল, গ্যাস এবং মর্যাদা রক্ষা করা। এজন্য ইহুদিবাদী ইসরাইলকে মোকাবেলার ক্ষেত্রে হিজবুল্লাহর সামনে সব অপশন খোলা।
হিজবুল্লাহ মহাসচিব বলেন, ইসরায়েল কোনো আন্তর্জাতিক আইন এবং প্রস্তাব মানে না। ফলে তার সাথে আইনের ভাষায় কথা বলে লাভ নেই, তার জন্য প্রয়োজন প্রতিরোধ যুদ্ধ।
ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ২০০০ সাল এবং ২০০৬ সালে দুইবার যুদ্ধ শুরু করেছে কিন্তু দুইবারই হিজবুল্লাহ যোদ্ধাদের প্রচণ্ড প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে।
-এটি