মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


মিয়ানমারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মীকে গু*লি করে হ*ত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মিয়ানমারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। তাঁর নাম মায়ো মিন হটুট।

বুধবার মন রাজ্যের মাওলামায়িন থেকে কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে তিনি নিহত হন বলে ডব্লিউএইচওর পক্ষ থেকে বলা হয়েছে।

গত পাঁচ বছর ধরে তিনি সংস্থাটির গাড়ির চালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে কে বা কারা তাকে হত্যা করেছে, এখনও স্পষ্ট নয়।

সংস্থাটি ফেসবুকে জানিয়েছে, তার মৃত্যুতে আমরা গভীরভাবে দুঃখিত। নিহতের পরিবার ও তার সহকর্মীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। গত বছর ডিসেম্বরে ক্রিসমাস ইভের এক অনুষ্ঠানে হামলায় আন্তর্জাতিক সাহায্য সংস্থা সেফ দ্য চিলড্রেনের দুই কর্মী নিহত হন। এ ঘটনায় ৩০ জনের বেশি মানুষ মারা যান। মিয়ানমারের জান্তা সেনাবাহিনীকে এ হামলার জন্য দায়ী করা হয়।

২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমার সামরিক বাহিনী। এর পর থেকেই দেশটিতে সু চির সমর্থিত বহু মানুষ প্রবল আন্দোলন গড়ে তুলেছে সামরিক বাহিনীর বিরুদ্ধে। জান্তা সরকারের হাতে প্রাণ হারিয়েছেন এ পর্যন্ত কয়েক হাজার মানুষ। কায়াসহ একাধিক রাজ্যের সাধারণ মানুষের বাড়িঘরে আগুন দিয়েছে সামরিক বাহিনী। খবর এএফপির।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ