মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


ইউটিউব চ্যানেলে ইসলাম অবমাননা: গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামকে অবমাননার করায় এক আফগান মডেল-ইউটিউবারকে গ্রেপ্তার করেছে তালেবান। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার মডেলের নাম আজমল হাকিকি। তার তিন সহকর্মীকেও একই কারণে গ্রেপ্তার করা হয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, কাবুলভিত্তিক সামাজিক মাধ্যম ব্যক্তিত্ব আজমল গত সপ্তাহে তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেন।

ইউটিউব চ্যানেলে পোস্ট করা ভিডিওতে আজমল ও তার তিন সহকর্মী ইসলাম ধর্মের অবমাননা করেছেন।

ইসলামের মূল্যবোধ অবমাননা করায়পরে ৭ জুন আজমল ও তার তিন সহকর্মীকে গ্রেপ্তার করে তালেবানের জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স।

আজমল ও তার তিন সহকর্মীকে গ্রেপ্তারের বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতিতে আজমল ও তার তিন সহকর্মীকে অবিলম্বে ও নিঃশর্তভাবে মুক্তি দিতে তালেবানের প্রতি আহ্বান জানানো হয়।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ