আওয়ার ইসলাম ডেস্ক: মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা-নেত্রীর অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রয়েছে। এবার ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ওই দেশের সরকার।
হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিজেপির দুই নেতা-নেত্রীর অবমাননাকর বক্তব্যের পর গোটা বিশ্বের মুসলমানদের মধ্যেই ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানও তেহরানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে বিজেপির দুই নেতা-নেত্রীর ঘৃণ্য মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে। এছাড়া আরও অনেক মুসলিম দেশের সরকার ও জনগণ এ বিষয়ে প্রতিবাদে শামিল হয়েছে।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তেউকু ফাইজাসিয়াহ জানিয়েছেন, সেদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত মনোজ কুমার ভারতীকে গত সোমবার মন্ত্রণালয়ে তলব করা হয়। ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে অবমাননাকর বক্তব্যের বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটারে পোস্ট করা বিবৃতিতে বলেছে, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে দুই ভারতীয় রাজনীতিকের অগ্রহণযোগ্য ও অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা জানায় ইন্দোনেশিয়া।
বিজেপির তৎকালীন জাতীয় মুখপাত্র নূপুর শর্মা গত সপ্তাহে এক টেলিভিশন বিতর্কে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। পরে বিজেপির দিল্লি শাখার তৎকালীন গণমাধ্যমপ্রধান নবীন কুমার জিন্দালও মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর টুইট করেন।
সমালোচনার মুখে নিজের বক্তব্য প্রত্যাহার করেন নূপুর। আর টুইট মুছে ফেলেন জিন্দাল। দেশে-বিদেশে ব্যাপক প্রতিক্রিয়ার পর নূপুরকে সাময়িক ও জিন্দালকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করেছে বিজেপি।
-কেএল