মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


সরকার যা ইচ্ছা করুক, আন্দোলন থামাবে না পিটিআই: ইমরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

আজ মঙ্গলবার তিনি বলেন, সরকার তার কর্মীদের জেলে পুরতে থাকলেও আন্দোলন অব্যাহত থাকবে। যত কৌশলই নেয়া হোক না কেনো সরকারের বিরুদ্ধে পিটিআই’র আন্দোলন বন্ধ হবে না। এ খবর দিয়েছে জিও টিভি।

খবরে জানানো হয়, বাসভবন বানি গালাতে আইনজীবীদের এক সমাবেশে এসব কথা বলেন ইমরান খান। গত এপ্রিল মাসে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন তিনি।

এরপর থেকে তিনি বহুবার সরকারের বিরুদ্ধে পিটিআই কর্মীদের উপর নির্যাতন এবং নিপীড়নের অভিযোগ এনেছেন। মঙ্গলবারও তিনি বলেন, সরকার যেভাবে আমাদের নির্যাতন করেছে, মার্শাল ল যুগেও এমনটি কেউ দেখেনি।

গত ২৬ মে ইসলামাবাদের উদ্দেশ্যে আজাদি মার্চ নিয়েও কথা বলেন ইমরান। তিনি বলেন, সেখানে দুই পিটিআই কর্মীসহ তিনজন নিহত হয়েছিলেন।

তাই আরও রক্তপাত ঠেকাতে মার্চ শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ইমরান আরও বলেন, সরকার আমাদের আন্দোলন থামাতে আমাকে জেলে পুরতে চায়।

কিন্তু আমি তাদেরকে বলতে চাই, আমাদেরকে জেলে ঢোকালে কিংবা অন্য সব রকম পদক্ষেপ নেয়া হলেও আন্দোলন থামবে না। যতদিন না পরবর্তী নির্বাচনের ঘোষণা আসছে পিটিআই আন্দোলন চালিয়ে যাবে বলেও জানান তিনি।

এছাড়া এদিন ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান ইমরান। ভারতের সরকার দলীয় এক নেতা মহানবীকে নিয়ে অবমাননাকর কথা বলেছেন এমন অভিযোগের প্রেক্ষিতে ইমরান বলেন, ধর্মাবমাননার বিরুদ্ধে সরকারের পদক্ষেপ নেয়া উচিৎ। নয়া দিল্লির সঙ্গে ইসলামাবাদের যে ‘বন্ধুত্ব ও ব্যবসায়িক সম্পর্ক’ আছে, তা ছিন্ন করার আহ্বান জানান তিনি। একইসঙ্গে ভারতীয় পণ্য বয়কটের পরামর্শও দেন ইমরান।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ