আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দু'জন নেতা ইসলামের নবী মোহাম্মদ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার পর প্রতিক্রিয়া জানিয়েছে অনেক মুসলিম দেশ।
সর্বশেষ সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইন্দোনেশিয়া, ইরাক, মালদ্বীপ, জর্ডান, লিবিয়া ও বাহরাইন প্রতিক্রিয়া জানিয়েছে। সম্প্রতি ইসলামের নবী মুহাম্মদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা।
আর ওই একই ইস্যুতে দলটির দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল টুইট করার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন উঠে।
বিজেপির এই দুই নেতা এরই মধ্যে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। অন্যদিকে বিজেপি মিজ শর্মাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে, আর মি. জিন্দালকে দল থেকেই বহিষ্কার করেছে।
এক বিবৃতিতে দলটি বলেছে, বিজেপি কঠোরভাবে যে কোন ধর্মের যে কোন ধর্মীয় ব্যক্তিত্বকে অপমানের নিন্দা করে। বিজেপি কোন সম্প্রদায় বা ধর্মকে অপমান করে, বা হেয় করে- এমন যে কোন আদর্শেরও বিরুদ্ধে। বিজেপি এধরণের মানুষ বা দর্শনকে সমর্থনও করে না।
কাতার বলেছে, তারা প্রত্যাশা করে ভারত যেন এ বিষয়ে প্রকাশ্যে ক্ষমা চায়। সৌদি আরবও তাদের দেয়া বিবৃতিতে বেশ কঠোর ভাষা ব্যবহার করেছে। ওআইসি এবং পাকিস্তানও ভারতের সমালোচনা করেছে। সূত্র: বিবিসি
-এটি