আবদুল্লাহ তামিম: বিশ্বের প্রভাবশালী দেশ যুক্তরাজ্যের অন্তর্গত ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ শহর সালাউয়ে তাবলিগের মারকায উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার ইংল্যান্ডের সালাউ শহরে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জানা যায়, সালাউয়ে প্রায় পঞ্চাশ হাজার মুসলমান বসবাস করেন। সেখানের জনসংখ্যার এক তৃতীয়াংশ মুসলমান।
সেখানের কয়েকজন মুসলিম ভাই জানান, আমাদের মুসলিম বন্ধু ফয়সাল আহমদ ও সিরাজুল ইসলামসহ কয়েকজন মুসলিম মিলে এলাকার একটি একটি প্রাচীন গির্জা কিনেছেন।
গির্জা কিনে গির্জাটিকে মসজিদ বনানো হয়েছে। সে এলাকার তাবলিগের মারকায হিসেবে ঘোষণাও করা হয়েছে। তারা আরো জানান, ইনশাআল্লাহ এখানে শিশুদের দীনি শিক্ষার জন্য একটি বড় দীনি মাদরাসা প্রতিষ্ঠা করা হবে। মুসলিম কমিউনিটি সেন্টার স্থাপন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। এছাড়া এলাকার কাউন্সিলর ও সংসদ সদস্যরাও অংশ নেন। আল্লাহ্ রাব্বুল আলামীন এই কেন্দ্রকে কেয়ামত পর্যন্ত অটুট রাখুন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। সূত্র: রায়বেন্ড তাবলিগ মারকাযের অফিসিয়াল ফেসবুক পেজ
-এটি