আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার নিষেধাজ্ঞার কারণে বছরে অতিরিক্ত ৫০০ কোটি ইউরো খরচ করতে হবে জার্মানির।
শিল্প প্রতিনিধিদের উদ্ধৃত করে দেশটির সাপ্তাহিক ওয়েল্ট এম সনট্যাগ জানিয়েছে, গ্যাজপ্রম জার্মানিয়া এবং এর সহযোগী সংস্থাগুলিকে রাশিয়ার নিষেধাজ্ঞা কারণে ব্যবহারকারীদের প্রতিস্থাপন গ্যাসের জন্য অতিরিক্ত অর্থ খরচ করতে হবে। খবর আল-জাজিরার।
অতিরিক্ত ব্যয় করা অর্থের পরিমাণ হবে বছরে ৫ শত কোটি ইউরো।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে কোম্পানিটিকে ট্রাস্টি ব্যবস্থাপনার অধীনে নিয়েছে বার্লিন। এর পর রাশিয়া গত মে মাস থেকে গ্যাজপ্রমের জার্মান সহযোগী ‘গ্যাজপ্রম জার্মানিয়ার’ সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
সরবরাহ বন্ধ করার পর থেকে শক্তি নিয়ন্ত্রক বুন্দেসনেতজাজেন্তুরকে ট্রাস্টি হিসেবে জার্মান পৌরসভার ইউটিলিটি এবং আঞ্চলিক সরবরাহকারীদের সঙ্গে সরবরাহ চুক্তি পূরণ করতে বাজারে প্রতিস্থাপন গ্যাস কিনতে হয়েছে।
-এএ