আওয়ার ইসলাম ডেস্ক: জামিনের সময়সীমা শেষ হলেই গ্রেফতার হবেন পিটিআই চেয়ারপার্সন ইমরান খান। রোববার (৫ জুন) পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এ তথ্য নিশ্চিত করেন। খবর পাকিস্তানি গণমাধ্যম দ্য নিউজের।
সরকার হঠাও আন্দোলন ‘আজাদি মার্চ’ সফল করতে রাজধানীর আশপাশেই বেশিরভাগ সময় কাটাচ্ছেন, সাবেক প্রধানমন্ত্রী। কিন্তু তাকে হত্যা পরিকল্পনার গুজব ছড়িয়ে পড়ায় বাসভবন ‘বানি গালা’র চারপাশে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এমনকি, ইসলামাবাদেও বহাল রয়েছে ১৪৪ ধারা।
গেলো ২৫ মে, পদযাত্রা শুরু করেন ইমরান খান। সেসময় পার্লামেন্ট বিলোপ এবং নির্বাচনের নতুন তারিখ ঘোষণার জন্য দেন আল্টিমেটাম। কিন্তু, পিটিআই প্রধান ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ-দাঙ্গা ছড়ানো-অস্ত্র হামলা এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের অভিযোগে করা হয় একগুচ্ছ মামলা।
পেশোয়ার হাইকোর্ট জানিয়েছেন, ২৫ জুনের আগে ইমরান খানকে ইসলামাবাদ আদালতে দিতে হবে হাজিরা। নতুবা, গ্রেফতার এড়ানো অসম্ভব।
-এটি