আব্দুল্লাহ আফফান: বিদেশী হজযাত্রীদের প্রথম কাফেলা মদিনায় পৌঁছাল। ইন্দোনেশিয়ার ওই কাফেলাটি সেখান থেকে মক্কায় যাবে। খবর আল আরাবিয়া’র।
শনিবার হজ যাত্রীদের প্রথম কাফেলাকে স্বাগত জানায় সৌদি কর্তৃপক্ষ।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ আল-বিজাভি রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, শনিবার আমরা ইন্দোনেশিয়া থেকে হজযাত্রীদের প্রথম কাফেলাকে স্বাগত জানাই। এরপর মালয়েশিয়া ও ভারত থেকে হজ ফ্লাইট শুরু হবে।
তিনি আরও বলেন, দুই বছরের বিরতির পর বিদেশ থেকে আসা আল্লাহর মেহমানদের স্বাগত জানাতে পেরে আমরা খুব খুশি। আল্লাহর এই মেহমানদের দেখাশুনা করার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত।
সৌদি হজ মন্ত্রণালয় জানিয়েছে, এই বছরের হজযাত্রা ৬৫ বছরের কম বয়সী টিকাপ্রাপ্ত মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। সৌদি আরবের বাইরে থেকে যারা আসছেন, তাদের অবশ্যই হজ ভিসার জন্য আবেদন করতে হবে। তাদের ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে নেওয়া পরীক্ষা থেকে কোভিড -১৯ নেতিবাচক ফলাফল জমা দিতে হবে।