আওয়ার ইসলাম ডেস্ক: মেক্সিকো সরকার জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রভাব নিয়ে উদ্বেগের কারণে মঙ্গলবার ইলেকট্রনিক সিগারেট এবং অন্যান্য ভ্যাপিং ডিভাইস বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে।
প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ অবরাদর বলেছেন, তামাকের ধোঁয়া শ্বাসতন্ত্রে টেনে নেয়ার চেয়ে বিকল্প হিসেবে যারা ই-সিগারেট নিরাপদ বলেছেন, তারা ‘মিথ্যা’ বলেছেন।
‘ভ্যাপর স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর’ এ কথা উল্লেখ করে লোপেজ অবরাদর বিশ্ব তামাকমুক্ত দিবসে ই-সিগারেট ও অন্যান্য ভ্যাপিং ডিভাইস বিক্রয় নিষিদ্ধ করার ডিক্রিতে স্বাক্ষর করেছেন।
এদিকে মেক্সিকো সিটি কর্তৃপক্ষ রাজধানীর প্রধান চত্বর জোকালো এবং ব্যস্ততম ঐতিহাসিক ডিস্ট্রিক ঘিরে আশপাশের এলাকায় যে কোন ধরণের ধুমপান নিষিদ্ধ ঘোষণা করেছে।
সিটি হল বলেছে, স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে সচেতন করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। বন্ধ জায়গা, সরকারি অফিস, দোকানপাঠ, বার এবং রেস্টুরেন্টে এক দশকের বেশী সময় ধরে ধুমপান নিষিদ্ধ রয়েছে।
এনটি