মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


মুম্বাইয়ে লাফিয়ে বাড়ছে করোনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুম্বাইয়ে করোনা সংক্রমণ এক লাফে অনেকটাই বেড়েছে। বুধবার (১ জুন) বৃহনমুম্বাই পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, শহরে কোভিড সংক্রমণ ৬ শতাংশ বেড়েছে। খবর এনডিটিভির।

বৃহনমুম্বাই পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার জন্য সব ল্যাব প্রস্তুত করা হয়েছে। এখন করোনা পরীক্ষার ওপর জোর দিতে হবে। বুধবার (১ জুন) বিবৃতিতে জানানো হয়েছে, বর্ষা আসতে খুব বেশি দেরি নেই। এখন থেকে সতর্ক না হলে পরিস্থিতি যে কোনো সময়ে হাতের নাগালের বাইরে যাবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, হঠাৎ করোনার দৈনিক সংক্রমণ অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি সক্রিয় রোগীর সংখ্যাও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে উপসর্গহীন রোগীর সংখ্যা। পরিস্থিতির যাতে অবনতি না হয় তার জন্য পরীক্ষার ওপর জোর দিতে হবে। জোর দিতে হবে টিকাকরণের ওপর।

এর পাশাপাশি মহারাষ্ট্রের সব সরকারি ও বেসরকারি হাসপাতালকে আগাম প্রস্তুতি নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

আনন্দবাজারের খবর অনুযায়ী, মঙ্গলবার (৩১ মে) মুম্বাইয়ে দৈনিক সংক্রমণ ছিল ৪৩১ জন। গত এক মাসে এই প্রথম ৪০০ পেরুলো রাজ্যটির দৈনিক সংক্রমণ। এ ছাড়া মুম্বাইয়ে এখন তিন হাজারের বেশি করোনা রোগীও রয়েছেন। গত সপ্তাহেই মহারাষ্ট্রের এক ক্যাবিনেট মন্ত্রী আসলাম শেখ জানিয়েছিলেন,মহারাষ্ট্রের দৈনিক সংক্রমণ হাজার ছুঁলেই রাজ্যে লকডাউন ঘোষণা করা হবে।

পর্যবেক্ষকরা জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরেই টানা ৩০০-র ওপরে রয়েছে মুম্বাইয়ের দৈনিক সংক্রমণ। মঙ্গলবার (৩১ মে) তা ৪০০-র সীমাও পেরিয়েছে। এখনই করোনাবিধি নিয়ে কড়া না হলে দৈনিক সংক্রমণ হাজারের গণ্ডি পেরোবে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ