মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


ইসরায়েল সফরের সাথে যুক্ত থাকার অভিযোগে পাকিস্তানি সেই সাংবাদিককে বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানি প্রতিনিধি দলের ইসরায়েলে সফর নিয়ে বিতর্কের মধ্যেই রাষ্ট্রায়ত্ত একটি টেলিভিশন সংস্থার একজন উপস্থাপককে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিতর্কিত এ সফরের সাথে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে। খবর জিও নিউজ।

এর আগে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ সফরের বিষয়টি নিশ্চিত করে বলেছিলেন, পাকিস্তানি প্রবাসীদের একটি প্রতিনিধিদল তার সাথে সাক্ষাত করেছে।

কিন্তু পাকিস্তান সরকার বিষয়টি পুরোপুরি অস্বীকার করে জানিয়েছিল, কোনো সরকারি বা আধা-সরকারি প্রতিনিধি দল ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেনি।

এমনই পরিস্থিতিতে গতকাল সোমবার আহমেদ কুরাইশি নামের পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত টিভি পিটিভির একজন উপস্থাপককে বরখাস্ত করা হয়। ইসরায়েলে সফর করা পাকিস্তানি-আমেরিকানদের একটি প্রতিনিধি দলের সাথে থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাকিস্তানের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব এই ঘোষণা দিয়ে বলেন, কুরাইশি ‘ব্যক্তিগতভাবে’ ইসরায়েল সফর করেছেন।

ইসরায়েলি প্রেসিডেন্ট প্রতিনিধিদলের সদস্যদের প্রশংসা করে বলেন, এটি একটি আশ্চর্যজনক অভিজ্ঞতা। কারণ ইসরায়েলে এর আগে পাকিস্তানি কোনো দল সফরে যায়নি।

ইসরায়েলি প্রেসিডেন্ট প্রতিনিধি দলের সদস্যদের নাম উল্লেখ করেননি। তবে এই প্রতিনিধি দলের যে ছবি ভাইরাল হয়েছে, তাতে আহমেদ কুরাইশিকে দেখা যায়।

মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ কুরাইশি সম্প্রতি রাষ্ট্রীয় মালিকানাধীন টিভিতে একটি অনুষ্ঠান উপস্থাপনার জন্য নিযুক্ত হন। ইসরায়েলি দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েলিদের মুসলমানদের বিরুদ্ধে কিছুই নেই এবং তারা মুসলমানদের সম্মান করে।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এ বিতর্কিত সফরের ব্যাপারে জানায়, কোনো সরকারি বা আধা-সরকারি প্রতিনিধি দল ইসরায়েল সফরে যায়নি। বরং পাকিস্তানে অবস্থিত নয় এমন একটি বিদেশি এনজিও টিম এ সফরের আয়োজন করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ফিলিস্তিন ইস্যুতে ইসলামাবাদের অবস্থান স্পষ্ট ও দ্ব্যর্থহীন। জাতীয় ঐক্যমতে প্রতিষ্ঠিত এ নীতিতে নতুন করে কোনো পরিবর্তন আসেনি। বরং এখনও পাকিস্তান ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অবিচ্ছেদ্য অধিকারকে পুরোপুরি সমর্থন করে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ