আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের কর্ণাটকের দক্ষিণ কন্নড়, উত্তর কন্নড় এবং উদুপি জেলায় হিজাব ইস্যু ও মালালি মসজিদ নিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা বেড়েই চলেছে।
রাজ্যটি সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল এবং বিজেপির ঘাঁটি হিসেবে পরিচিত। সম্প্রতিক ঘটনায় অঞ্চলটিতে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ছে। ফলে সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। কর্নাটক থেকেই মুসলিম ছাত্রীদের হিজাবের বিষয়টি আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছিল।
যখনই মনে হয়েছিল পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে, তখনি এই অঞ্চলে সাম্প্রদায়িক বিবাদ আবার মাথা চাড়া দিয়ে উঠে। স্কুল ও কলেজগুলোতে গ্রীষ্মের ছুটির পরে ক্লাস পুনরায় শুরু হলে হিন্দু ছাত্ররা ক্লাসরুমে হিজাব পরার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে।
ক্ষমতাসীন বিজেপি সরকার তখন জোর বলে, ক্যাম্পাসে শুধুমাত্র ইউনিফর্মের অনুমতি রয়েছে। এ নিয়ে ম্যাঙ্গালুরু ইউনিভার্সিটি কলেজে বিক্ষোভের পর বিজেপি বিধায়ক বেদাভিয়াসা কামাত কলেজ উন্নয়ন ও পরিচালনা কমিটির সদস্য এবং ছাত্রদের সাথে বৈঠক করেন। ম্যাঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং রেজিস্ট্রারও বৈঠকে অংশ নেন।
এদিকে ভারতের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপিআই) বলেছে যে, তারা মালালি মসজিদ থেকে হিন্দুদের এক মুঠো মাটিও নিয়ে যেতে দেবে না।
এসডিপিআই’র রাজ্য সভাপতি আবদুল মাজিদ মাইসুরু শনিবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘বিতর্ক সৃষ্টি করে মসজিদ দখলের স্বপ্ন দেখবেন না।’
সূত্র: মুসলিম মিরর।
এনটি