মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


ইসরায়েলি পতাকা নিয়ে আল-আকসা মসজিদে গেল উগ্রবাদী ইহুদিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসরায়েলি পতাকা নিয়ে মিছিল করে অসংখ্য উগ্র ডানপন্থী ইহুদি জাতীয়তাবাদী জেরুসালেমের আল-আকসা মসজিদে প্রবেশ করেছে। এ ধরনের পতাকা মিছিলের কারণে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে নতুন করে সংঘাতের শঙ্কা সৃষ্টি হয়েছে।

কাতারি গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, রোববার সকালে ইসরায়েলি নেতা ইতামার বেন-গভির তার অসংখ্য সমর্থকসহ আল-আকসা মসজিদে প্রবেশ করেন। তিনি দেশটির পার্লামেন্টের একটি ক্ষুদ্র উগ্র জাতীয়তাবাদী দলের নেতা। বর্তমানে তারা দেশটির অন্যতম বিরোধী দল।’

এ বিষয়ে আল জাজিরার প্রতিবেদক নাজওয়ান সিমরি বলেছেন, ‘ইসরায়েলি বাহিনী রোববার সকালে মসজিদ কম্প্লেক্সের আল-কিবলি নামক নামাজ হলের ছাদ দখল করেছে। ওই সময় আল-আকসা মসজিদ কম্প্লেক্সের ভিতরে মুসল্লিদের অবরোধ করে রাখা হয়। যাতে করে ইহুদি বসতি স্থাপনকারীরা নিরপদে সেখানে অবস্থান করতে পারে এবং চলাফেরা করতে পারে।’

তিনি বলেন, ‘ফিলিস্তিনি সাংবাদিক ও ফটোগ্রাফারদের আল-আকসা মসজিদে প্রবেশ করতে বাধা দিয়েছে ইসরায়েলিরা এবং তাদের গ্রেফতার করার হুমকি দিয়েছে।’

এ সময় ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যরা সেখানকার ফিলিস্তিনিদের ওপর রাবার বুলেট ছুড়েছে। যাতে করে তাদেরকে ওই স্থান থেকে বিতাড়িত করা যায়। তখন কিছু ইহুদি আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে প্রার্থনা করার চেষ্টা করেছে। এ সময় তারা ফিলিস্তিনিদের বিরক্ত করে।

ইসরায়েলি আইন অনুসারে, আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনা করা নিষিদ্ধ। ইসরায়েলের প্রধান রাব্বিও এমনটা করতে নিষেধ করেছেন। কিন্তু, কিছু উগ্রবাদী ইসরায়েলি বিশ্বাস করে যে এমন নিয়মকে উপেক্ষা করে তাদের প্রার্থনা করার অনুমতি দেওয়া উচিত।

ফিলিস্তিনিরা শঙ্কা প্রকাশ করেছে যে আল-আকসা মসজিদের বিষয়ে উগ্রবাদী ইসরায়েলিদের এমন আহ্বানের কারণে ওই পবিত্র মসজিদের ওপর তাদের সার্বভৌমত্ব থাকবে না। ডোম অফ দ্য রককে বিধ্বস্ত করে সেখানে একটি ইহুদি মন্দির স্থাপন করা হবে বলেও ভয় পাচ্ছে তারা।

ইসরায়েলি বাহিনীর এক টুইটে দেখা গেছে, আল-কিবলি প্রার্থনা কক্ষের দরজা সিল করে দেওয়া হচ্ছে। ফিলিস্তিনি মিডিয়া গ্রুপ ‘আল কাস্তাল’ বলেছে, ইসরায়েলিরা ফিলিস্তিনিদের ভেতরে আটকে রাখার চেষ্টা করছে।

উল্লেখ্য, সম্প্রতি ইসরায়েলিরা ফিলিস্তিনিদের ওপর তাদের অত্যচারের মাত্রা বাড়িয়ে দিয়েছে। শুক্রবার অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেম শহরের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। আরেকটি পৃথক ঘটনায় ইসরায়েলের সেনারা গুলি করে ৯০ ফিলিস্তিনিকে আহত করেছে। নাবলুস শহরের কাছে ইহুদি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি পতাকার অবমাননা করলে ফিলিস্তিনিরা বিক্ষোভ করে। ওই বিক্ষোভে গুলি চালানোর কারণে এসব ফিলিস্তিনি হতাহত হন।

সূত্র : আল-জাজিরা

সূত্র: আল-জাজিরা।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ