আওয়ার ইসলাম ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরাইলের সেনারা। শুক্রবার মধ্যরাতে বেথেলহেমে অভিযান চালানোর সময় ১৪ বছর বয়সী ওই কিশোরকে হত্যা করা হয়। এ নিয়ে ইসরাইলি বাহিনীর গুলিতে চলতি মাসেই পাঁচ ফিলিস্তিনির মৃত্যু হলো।
স্বজন হারানোর মাতম যেন এখন নিত্য ঘটনা ফিলিস্তিনে। চলতি সপ্তাহেই দ্বিতীয়বারের মতো কান্নার রোল পড়ল নিরীহ ফিলিস্তিনি পরিবারে।
স্থানীয় সময় শুক্রবার রাতে ইসরাইলি বাহিনীর গুলিতে জাইদ সাইদ নামে ১৪ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে।
অধিকৃত পশ্চিমতীরে ফিলিস্তিনের পুরানো ও ঐতিহাসিক শহর বেথেলহেমে অভিযান চালানোর সময় ওই কিশোরকে গুলি করে হত্যা করা হয় বলে জানায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
ওই কিশোরের পরিবার জানায়, রাতের খাবার খেয়ে দাদার বাসায় যাওয়ার পথে জাইদের ঘাড়ে ও পিঠে গুলি করে হত্যা করে ইসরাইলি সেনারা।
তবে ইসরাইলি বাহিনীর দাবি, ওই এলাকায় নিয়মিত টহলের সময় সৈন্যদের দিকে ঢিল ও পেট্রলবোমা নিক্ষেপ করে সন্দেহভাজনরা। আর এরই জবাবে গুলিবর্ষণ করে তারা।
এ নিয়ে ইসরাইলি বাহিনীর গুলিতে চলতি মাসে ৫ ফিলিস্তিনির মৃত্যু হলো। তবে, সবচেয়ে আলোচনায় ছিল গত ১১ মে আল-জাজিরার সাংবাদিক শিরীন আবু আকলের ঘটনা। ওই ঘটনা বিশ্বজুড়েই আলোচনার ঝড় তোলে। ইসরাইল সরাসরি স্বীকার না করলেও তাদের গুলিতেই মৃত্যু হয়েছে বলে দাবি করে ফিলিস্তিন।
-কেএল