মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


আজাদি মার্চে ইমরানকে ধর্মীয় বক্তব্য দেয়ার বুদ্ধি, শোনা গেলো লাউড স্পিকারে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজাদি মার্চে বক্তৃতা দেয়ার সময় বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় পিটিআই প্রধান ইমরান খানকে। তিনি যখন বক্তব্য রাখছিলেন, তখন পাশ থেকে পিটিআই নেতা কাসিম সুরি তাকে উপদেশ দেন, যাতে বক্তব্যের মধ্যে কিছুটা ধর্মীয় কথাবার্তা তুলে ধরেন। যদিও তিনি ইমরান খানের কানের কাছে এসেই এসব কথা বলছিলেন, কিন্তু আসেপাশে অনেক মাইক থাকায় তা শোনা যাচ্ছিল। ইমরান বিষয়টি বুঝতে পেরে আসেপাশের মাইকগুলো সরানোরও চেষ্টা করেন। এ খবর দিয়েছে জিও টিভি।

খবরে জানানো হয়, ইসলামাবাদের জিন্নাহ অ্যাভিনিউতে বক্তব্য রাখার সময় এই বিব্রতকর পরিস্থিতিতে পড়েন ইমরান। মূলত মানুষের ধর্মীয় আবেগকে ব্যবহারের বুদ্ধিই দিয়েছেন কাসিম সুরি। এমনকি ইসলামের মহানবীর কোনো একটি বাণীও যুক্ত করে দেয়ার বুদ্ধি দেন তিনি। এসময় কাসিম আস্তে আস্তে কথা বলছিলেন। কিন্তু তার কথা যে লাউড স্পিকারে শোনা যাচ্ছে তা তিনি বুঝতে পারেন নি। ইমরান খান যদিও বিষয়টি লক্ষ্য করে সুরির আসেপাশে থেকে মাইক্রোফোন সরিয়ে নেয়ার চেষ্টা করেন।

সুরির কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ইমরান খান তার বক্তব্যে ধর্মীয় কথাবার্তা নিয়ে আসেন।

ওই দফায় বক্তব্য শুরু করেই তিনি বলেন, আমি মহানবী হজরত মোহাম্মদ (স)-কে ভালোবাসি এবং তাকে অনুসরণ করি। তিনি যখন এই বক্তব্য রাখছিলেন তখন তা বিভিন্ন টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। বক্তব্য রাখার কিছুক্ষণের মধ্যেই কাসিম সুরির ওই অংশটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এ নিয়ে দেশটির নেটিজেনরা আলোচনা-সমালোচনায় মেতে ওঠে। অনেক পিটিআই সমর্থক ইমরান খানের ওই আচরণের পক্ষে যুক্তি দেয়ার চেষ্টা করেন। তবে অন্যান্যরা বিষয়টি নিয়ে ইমরান খানের সমালোচনা করেন। টুইটার ও ফেসবুকে ছড়িয়ে পরে নানা ধরনের মিম ও ট্রল।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ