মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


আর্থিক মন্দার কবলে বিবিসিও, ছাঁটাই হচ্ছে ১০০০ কর্মী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বজুড়ে চলমান আর্থিক মন্দার কবলে পড়েছে বিবিসি। এ আর্থিক সঙ্কট মোকাবেলা করতে কর্মী ছাঁটাইয়ের মতো সিদ্ধান্ত নিয়েছে বিখ্যাত এ ব্রিটিশ গণমাধ্যম। বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছে তারা।

কর্মী ছাঁটাই করার ওই বিষয়টিতে শুধু আর্থিক সঙ্কট নয় আরো কিছু প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। এক্ষত্রে বিবিসিকে ডিজিটাল গণমাধ্যমে রূপান্তর করা ও প্রথাগত সম্প্রচার বন্ধ করার মতো ইস্যুও তোলা হয়েছে। এসব ক্ষেত্রে সংস্কারের মাধ্যমে এ ব্রিটিশ গণমাধ্যমটিকে বিশ্বের প্রথম সারির মিডিয়া হিসেবে গড়ে তোলা হবে বলেও প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

এ ইস্যুতে ‘ব্রিটিশ পাবলিক সার্ভিস ব্রডকাস্টার’ জানিয়েছে, `বিবিসি একটি প্রথাগত সম্প্রচার মাধ্যম থেকে আধুনিক ডিজিটাল মিডিয়াতে রূপান্তরিত হতে চায়। এখন এ বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে এবং চলমান আর্থিক সংকট মোকাবেলার জন্য এক হাজার কর্মী ছাঁটাই করবে এ বিখ্যাত গণমাধ্যম।’

এ বিষয়ে বিবিসি’র মহাপরিচালক টিম ডেভি তার কর্মীদের সামনে দেয়া এক বক্তৃতায় বলেন, বিবিসি এমন এক আধুনিক ও বিশ্বব্যাপী ডিজিটাল মিডিয়া সংস্থায় রূপান্তরিত হবে, যা আগে কখনও দেখা যায়নি।

তিনি আরো বলেছেন, এ রূপান্তর প্রক্রিয়া দ্রুত করতে হবে এবং চারপাশের বাজারের বিশাল পরিবর্তনকে ধারণ করতে হবে। তার মতে, চাকুরি ছাঁটাইসহ প্রথম পর্যায়ের পরিবর্তনগুলোতে এক বছরে ৬৩০ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হবে।

এ প্রসঙ্গে বিবিসি জানিয়েছে, ‘ডিজিটলি-ফাস্ট পাবলিক সার্ভিস মিডিয়া সংস্থা গঠনের’ লক্ষে তারা ‘আধুনিক বিশ্বের সাথে ধাপে ধাপে তাদের পদক্ষেপের পরিবর্তন আনবে। শ্রোতাদের তাদের পছন্দের বিষয়বস্তুগুলো তুলে ধরবে, তারা যেভাবে চায় সেভাবে উপস্থাপন করা হবে।’

গণমাধ্যমটি আরো জানিয়েছে, বিবিসি ওয়াল্ডকে যুক্তরাষ্ট্র ও বহিঃর্বিশ্বে ২৪ ঘন্টার একক নিউজ চ্যানেল হিসেবে গড়ে তোলা হবে। বিশ্বের বিভিন্ন ভাষায় চলমান পরিষেবাগুলো একটি একক ডিজিটাল ওয়াল্ড সার্ভিসে পরিণত করায় শিশুদের চ্যানেল সিবিবিসি, বিবিসি ফোর ও রেডিও ফোর এক্সট্রাসহ চ্যানেলগুলোর প্রথাগত সম্প্রচার বন্ধ হয়ে যাবে।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ