আওয়ার ইসলাম ডেস্ক: যে পোশাক পরিধান করে আমরা সহবাস করেছি সে পোষাক পরে নামাজ পড়া যাবে?
দারুল উলুম দেওবন্দের ওয়েব সাইটে এক ভাই প্রশ্ন করেছেন, আবায়া ও হিজাব পরে সহবাস করার পর সেই কাপড় পরে নামাজ পড়া যাবে? আমাদের কি এগুলো ধৌত করা উচিত নাকি নামাজের জন্য পরতে পারবো?
উত্তর আইডি: 185079, (ফতওয়াঃ ৬৭৭/৩৬৫/ডি/মুলহাকা=৮/১৪৪৩)
বিসমিল্লাহ হির-রহমান নির-রহীম!
জামাকাপড় যদি পরিষ্কার থাকে ও কোনো অপবিত্রতা না থাকে, তাহলে সেই কাপড় পরে নামাজ আদায় করা বৈধ।
আল্লাহ (সুবহানা ওয়া তা'আলা) ভালো জানেন
দারুল ইফতা,
দারুল উলূম দেওবন্দ, ভারত
-এটি