আওয়ার ইসলাম ডেস্ক: টাইমের ২০২২ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন দুই মুসলিম নারী। তারা হলেন- তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান এবং আফগানিস্তানের সাংবাদিক হুদা খামোশ। গত সোমবার এ তালিকা প্রকাশ করা হয়। খবর সিয়াসাত ডেইলি।
৬২ বছর বয়সী সামিয়া সুলুহু হাসান তানজানিয়ার রাজনীতিবিদ। বর্তমানে তিনি দেশটির ষষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২১ সালের মার্চ মাসে দায়িত্ব গ্রহণ করে এরই মধ্যে দেশটিতে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন তিনি।
এই সময়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সংলাপের দ্বার উন্মুক্ত করা হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থায় আস্থা পুনর্গঠনের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। সংবাদপত্রের স্বাধীনতা বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং নারীদের ক্ষমতায়নের ব্যবস্থা করা হয়েছে।
অন্যদিকে, ২৬ বছর বয়সী হুদা খামোশ আফগানিস্তানের একজন সুপরিচিত নারী অধিকার কর্মী ও সাংবাদিক। তিনি নারীদের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলোর বিষয়ে সচেতনতা বাড়াতে বেশ কিছু কর্মসূচি চালু করেছেন।
গণমাধ্যমের খবর অনুযায়ী, তালেবান কর্মকর্তাদের সাথে আলোচনায় বসার জন্য যে ছয় নারীকে আমন্ত্রণ জানানো হয়েছিল, খামোশ তাদের অন্যতম। গত বছরের আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর পশ্চিমা একটি রাষ্ট্র এই দুই পক্ষের মধ্যে বৈঠকের আয়োজন করেছিল।
রাজনীতি থেকে ব্যবসা- বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের ১০০ জন প্রভাবশালীর তালিকা তৈরি করেছে মার্কিন ম্যাগাজিন টাইম। এতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পাশাপাশি স্থান পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এমনকি ইউক্রেন হামলার পর সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নামও রয়েছে এই তালিকায়।
-এটি