আন্তর্জাতিক ডেস্ক: কোয়াডের বৈঠকে যোগ দেওয়ার আগে শপথ নিলেন অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। খবর বিবিসি’র।
দেশটির গভর্নর জেনারেল ডেভিড হারলি লেবার পার্টির নেতা আলবানিজকে শপথবাক্য পাঠ করান। তার সঙ্গে শপথ পড়েন নতুন পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ংসহ চার মন্ত্রী।
আজ সোমবার জাপানে কোয়াডের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত নিয়ে গঠিত জোট হচ্ছে কোয়াড। মূলত চীনকে প্রতিহত করার জন্যই এই জোট গঠন হয়েছে।
জাপানের রাজধানী টোকিও-তে রওনার আগে শপথ পড়েন আলবানিজ। প্রধানমন্ত্রী হওয়ার পর আলবানিজ বলেন, প্রধানমন্ত্রী হতে পেরে সম্মানিত বোধ করছেন। নতুন সরকার হবে সাহসী, মানুষের যত্ন নেবে এবং সবাইকে নিয়ে চলবে।
গত শনিবার অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে জনগণকে ঐক্যের প্রতিশ্রুতি দেন অ্যান্থনি আলবানিজ। এর আগে সামাজিক পরিষেবাগুলোতে বিনিয়োগ এবং জলবায়ু যুদ্ধের অবসানেরও প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।
-এএ