আওয়ার ইসলাম ডেস্ক: শিক্ষার্থীরা যেন স্বস্তির সাথে নামাজ আদায় করতে পারে সেজন্য যুক্তরাজ্যের ডার্বির একটি স্কুলে মুসলিম শিক্ষার্থীদের জন্য পৃথক নামাজের স্থান নির্ধারণ করা হয়েছে।
‘অ্যালভেস্টন মুর একাডেমি’ নামের এই স্কুলে এর আগে মুসলিম শিক্ষার্থীদের জন্য পৃথক কোনো নামাজের স্থান ছিল না। ফলে শিক্ষার্থীদের নামাজ আদায় করতে হতো সংকোচের সাথে।
স্কুলের প্রধান শিক্ষক মিশেল স্ট্রং বললেন, ‘আমরা তাদের জন্য নামাজের পাটি কিনেছি। কেননা, সব সংস্কৃতিকে স্বীকার করতে এটা প্রয়োজন। আমরা আমাদের স্কুলের শিক্ষার্থীদের সবার সংস্কৃতিকে স্বীকৃতি দিতে চাই।
প্রতিটি স্কুল সবার জন্য নিরাপদ হওয়া আবশ্যক। যেখানে প্রত্যেকে নিজেকে মুক্ত মনে করবে এবং নিজ বিশ্বাসের কথা বলতে পারবে—যদি তারা চায়।’
স্কুল কর্তৃপক্ষ বিদ্যালয়ের পাঠাগারে মুসলিম শিক্ষার্থীদের জন্য নামাজের স্থান নির্ধারণ করেছে এবং তাদের জন্য নামাজের পাটি কিনেছে। স্ট্রং বলেন, ‘নামাজের পাটি পেয়ে আমাদের শিক্ষার্থীরা যেন হাতে চাঁদ পেয়েছে। আমি আশা করি, এর ফলে তারা গর্বিত বোধ করবে এবং বুঝে নেবে, মানুষ তাদের ধর্মকে স্বীকৃতি দেয়।’
নামাজের স্থান ও নামাজের পাটি পেয়ে মুসলিম শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেছে এবং স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। আট বছর বয়সী শিক্ষার্থী রোহান রিজওয়ান বলে, ‘মিশেল স্ট্রং ও মিস ফ্লেচার উভয়ে অন্যদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। পুরো বিষয়টা আমার খুব ভালো লাগছে। আমি মনে করি, এই স্কুল সব বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল।’ সূত্র: রাহইফতেহা
-এটি