মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী গওহরডাঙ্গা মাদরাসার ৮৯তম মাহফিল শুরু আগামীকাল

মাত্র ৫০ দিনে মটরসাইকেল চালিয়ে ওমরাহ পালন করলেন পাকিস্তানের আবরার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: পাকিস্তানি বাইকার ও ব্লগার আবরার হাসান ১৮টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন। যার মধ্যে ১২টি দেশ তিনি তার মোটরসাইকেলে ভ্রমণ করেছেন। তার মোটরবাইকে চড়ে সৌদি আরবে ওমরাহ পালন করার স্বপ্ন পূরণ করতেই মূলত এ ভ্রমন করেন।

হাসান তার দুঃসাহসিক কাজ শুরু করেন যখন তিনি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে তার নিজ শহর নানকানা থেকে ৯ ফেব্রুয়ারি রওনা হন। তিনটি মহাদেশ অতিক্রম করে ৫০ দিন গাড়ি চালানোর পর অবশেষে ২৭ মার্চ মদিনায় পা রাখেন। এরপর তিনি ইসলামের পবিত্রতম শহর মক্কায় তার যাত্রা অব্যাহত রাখেন ও ওমরাহ পালন করেন।

মদিনা থেকে আরব নিউজের কাছে একটি ভিডিও বার্তায় কথা বলার সময় হাসান বলেছেন, মোটরবাইকে সৌদি আরব ভ্রমণ করা তার দীর্ঘকালের স্বপ্ন ছিল। তিনি অত্যন্ত খুশি। শেষ পর্যন্ত এই বছর তার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। তিনি স্বীকার করেছেন, তিনি তার অ্যাডভেঞ্চারে থাকা প্রতিটি মুহূর্তকে ভালোবাসেন।

হাসান সৌদি আরবের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যারা তাকে ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনা দিয়েছেন। হাসান একটি জার্মান কোম্পানিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেন। বলেন, বিভিন্ন সীমানা অতিক্রম করতে এবং পথে এত লোকের সাথে দেখা করতে পারা একটি দুর্দান্ত অভিজ্ঞতা ছিল।

তবে তার জন্য সবচেয়ে বড় পাওয়া হলো পবিত্র রমজান মাস শুরু হওয়ার কয়েক দিন আগে মদীনায় পৌঁছাতে সক্ষম হওয়া। তাকে পবিত্র শহরে বছরের প্রথম রোজা পালন করার সুযোগ করে দিয়েছে।

হাসান সৌদি আরবের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যারা তাকে ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনা দিয়েছেন। তিনি আরো বলেন, সৌদি আসার সাথে সাথে একদল আরবি উষ্ণ অভ্যর্থনা জানালেন। ওমরাহ পালনের জন্য তিনি পাকিস্তান থেকে মোটরবাইকে যাত্রা করেছেন জানার পর তারা তাকে অনেক সম্মান করেছেন। তারা তাকে অতিথি হিসেবে মেনে নিয়েছেন।

হাসান আরো বলেন, আমি মদিনা, মক্কা ও রিয়াদ ভ্রমণ করেছেন। শীঘ্রই জর্ডান সীমান্তের কাছে জেদ্দা, আভা, আল-বাহাহ, জাজান এবং আল উলা দেখার পরিকল্পনা করেছেন তিনি। সূত্র: ইসলামিক ইনফরমেশন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ