আওয়ার ইসলাম ডেস্ক: ইসরাইলি সামরিক বাহিনী এক সৈনিকের একটি রাইফেল শনাক্ত করেছে। এই রাইফেল দিয়েই আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে হয়তো হত্যা করা হয়েছে। তবে, একজন সামরিক কর্মকর্তা বলেছেন, পরীক্ষার জন্য, ফিলিস্তিনিরা বুলেটটি ফিরিয়ে না দিলে, এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে না।
রাইফেল শনাক্তকরণের বিষয়টি আবু আকলেহের হত্যার তদন্তে অগ্রগতির একটি ক্ষুদ্র চিহ্ন। সাংবাদিক শিরিন আবু আকলেহ ১১ মে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযানের সংবাদ সংগ্রহের সময়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এ ব্যাপারে ফিলিস্তিনিদের সাথে যৌথ তদন্তের আহ্বান জানিয়েছে ইসরাইল। কিন্তু ফিলিস্তিনিরা, যাদের হাতে বুলেটটি রয়েছে, তারা এ প্রস্তাব প্রত্যাখ্যান করে বলছে যে তারা ইসরাইলকে বিশ্বাস করে না। তারা এও জানিয়েছে যে তাদের নিজস্ব তদন্ত পরিচালনা করছে তারা এবং ইসরাইল ছাড়া যেকোনো দেশের সাথে সহযোগিতা করতেও তারা প্রস্তুত।
গত সপ্তাহে ইসরাইলের সামরিক বাহিনীর প্রকাশিত একটি প্রাথমিক তদন্তের ফলাফলে আবু আকলেহের মৃত্যুর দুটি সম্ভাব্য কারণের কথা বলা হয়েছে।
বৃহস্পতিবার বিস্তারিত জানতে চাওয়া হলে, সামরিক কর্মকর্তারা বলেছেন যে তদন্তকারীরা একটি নির্দিষ্ট অস্ত্রের ওপর দৃষ্টি দিচ্ছে।
গোলাগুলির ঘটনাটিতে বিশ্বজুড়ে নিন্দা ও উদ্বেগের ঝড় বয়ে গেছে। ইসরাইলও তাদের পুলিশের আচরণের জন্য ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। ইসরাইলের পুলিশ ১৩ মে শিরিনের শেষকৃত্যে উপস্থিত ব্যক্তিদের ধাক্কা দিচ্ছিল, মারধর করছিল। ফলে, বহনকারীদের কাঁধ থেকে শিরিনের কফিন প্রায় পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল।
সূত্র: ভয়েস অফ আমেরিকা।
এনটি