জুলফিকার জাহিদ।।
ভারতে মুসলমানদের সাথে সাথে মুসলিম শাসনামলের মসজিদ, তাজমহল ও ঐতিহাসিক স্থাপনাগুলোও উগ্রহিন্দুত্ববাদীদের লক্ষ্যবস্তু হিসেবে পরিণত হয়েছে।
ভারতে, হিন্দু চরমপন্থীরা তাজমহলসহ মসজিদ এবং অন্যান্য ঐতিহাসিক ভবন ধ্বংস করতে চাইছে এবং এ বিষয়ে তারা দেশটির প্রধানমন্ত্রী, আদালত ও অন্যান্য উগ্রপন্থী সংস্থাগুলোর সহায়তা পাচ্ছে।
সংবাদ সংস্থার মতে, বর্তমানে সবচেয়ে বিপদজনক অবস্থায় আছে বারাণসীর শতাব্দী প্রাচীন জ্ঞানওয়াপি মসজিদ। এই মসজিদের অজুখানার ফোয়ারায় উগ্রহিন্দুরা শিবলিঙ্গের অবস্থান দাবি করছে।
অন্যদিকে, হিন্দু চরমপন্থী সংগঠনের প্রধান সঞ্জয় জুত দাবি করেছেন, তাজমহল শিবের উপাসনালয়ে তৈরি করা হয়েছে। প্রয়োজনে সেখানে মন্দিরের অস্তিত্ব প্রমাণ করতে তাজমহল ভেঙে ফেলা হবে।
এছাড়াও, মথুরার কেন্দ্রীয় ঈদগাহ মসজিদ এবং নয়াদিল্লির ১৩’শ শতাব্দীর কুতুব মিনারও চরমপন্থীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
উগ্রপন্থিদের দাবি, হিন্দুদের উপাসনালয়ের জায়গায় এসব ঐতিহাসিক তৈরি করা হয়েছে।
সূত্র: ডেইলি জং
এনটি