আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে ভারী অস্ত্র সরবরাহের প্রথম ধাপেই ১৫টি বিমানবিধ্বংসী ট্যাংক সরবরাহে দ্রুত কাজ করছে জার্মানি।
শুক্রবার (২০ মে) সমরাস্ত্র তৈরির কার্যক্রমের বিস্তারিত ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীকে জানান জার্মান প্রতিরক্ষামন্ত্রী।
ইউক্রেনে অভিযানরত রুশ বাহিনীকে ঠেকাতে জার্মানির কাছ থেকে ফাইটার হেলিকপ্টার, সাঁজোয়া ট্যাংক ও যুদ্ধজাহাজসহ ভারী অস্ত্র সহায়তার অংশ হিসেবে জুলাইয়ের মাঝামাঝি ১৫টি বিমানবিধ্বংসী ট্যাংক জেপার্ড সরবরাহের কার্যক্রম দ্রুততার সঙ্গে শেষ করতে যাচ্ছে জার্মানি।
শুক্রবার সমরাস্ত্র তৈরির কার্যক্রমের বিস্তারিত ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী অলেক্সিয়ে রসনিয়েভকে জানান জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনে লাম্বরেখশট। এ সময় জার্মান মন্ত্রী বলেন, প্রথম দফায় সেনাবাহিনীর মজুত থেকে অত্যাধুনিক জেপার্ড ট্যাংকগুলো চালানোর খুঁটিনাটি ও কারিগরি বিষয়গুলো ইউক্রেনের সেনাদের বুঝিয়ে দেওয়ার পাশাপাশি কমপক্ষে ৬০ হাজার বন্দুকের গুলি সরবরাহ করার প্রক্রিয়া প্রায় শেষের পর্যায়ে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে দেশটি পুনর্গঠনে আরও নয় বিলিয়ন ইউরো অর্থ সহায়তা প্রদানের বিষয়টি একরকম নিশ্চিত বলে জানিয়েছে শক্তিশালী রাষ্ট্রগুলোর জোট জি সেভেন। শুক্রবার জার্মানিতে জি সেভেনভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের বৈঠকে জার্মান অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডনার বিষয়টি স্পষ্ট করেন।
তবে ইউক্রেনে সরবরাহ করা জার্মানিসহ পশ্চিমা বিশ্বের ভারী সমরাস্ত্রগুলোকে টেক্কা দিতে ইতোমধ্যে দুর্ধর্ষ বিটিএমপি মডেলের অত্যাধুনিক টার্মিনেটর ট্যাংক ইউক্রেনের মাটিতে নামিয়ে দিয়েছে রাশিয়া। এমন পরিস্থিতিতে সমগ্র যুদ্ধ পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন অনেকেই।
-এএ