আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালে ইউক্রেনে রুশ হামলা শুরুর দিনে মস্কো সফরে গিয়ে নিজ দেশে প্রশ্নের মুখে পড়েছিলেন ইমরান খান। অনেকেই মনে করেন, ইমরান খানের প্রধানমন্ত্রিত্ব হারানোর পেছনে এটা অন্যতম একটি কারণ। এখন এ বিষয়ে ইমরান খানের পক্ষলেন পাকিস্তানের নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। নি
তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ইউক্রেনে হামলা শুরুর বিষয়টি না জেনেই মস্কো সফরে গিয়েছিলেন। তার এই সফরের জন্য পাকিস্তানকে শাস্তি দেওয়া ঠিক হবে না। খবর ডনের।
গত ২৪ ফেব্রুয়ারি মস্কো সফরে যান ইমরান খান। ওই দিনই ইউক্রেনে হামলা শুরুর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেদিন শুরু হওয়া ইউক্রেন যুদ্ধ এখনও চলছে। এর মধ্যে দেশের পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবে হেরে ক্ষমতাচ্যুত হয়েছেন ইমরান খান।
বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ শুরুর দিনে মিত্র হিসেবে পুতিনের পাশে ছিলেন ইমরান। ইমরান খান প্রধানমন্ত্রিত্ব হারানোর পর পাকিস্তানে পিএমএল-এন নেতা শাহবাজ শরিফের নেতৃত্বে নতুন জোট সরকার গঠিত হয়েছে।
এনটি