আদিয়াত হাসান: বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশন’র আয়োজনে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা ও জাতীয় হিফজুল কুরআন প্রতিযােগিতা ২০২২ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানটি আজ বৃহস্পতিবার ( ১৯ মে) বিকেল ৩টা থেকে আয়োজিত হচ্ছে রাজধানীর আগারগাঁও, শেরেবাংলা নগর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী)
এতে প্রধান অতিথি হিসেবে আছেন জনাব আসাদুজ্জামান খান কামাল এম.পি মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। প্রধান আলােচক হিসেবে আছেন জনাব আনিসুল হক এমপি, মাননীয় মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মদ্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে রয়েছেন আল্লামা মুফতি রুহুল আমিন, খতিব, জাতীয় মসজিদ বায়তুল মােকাররম। আল্লামা ইয়াহইয়া, মহাপরিচালক, হাটহাজারী মাদরাসা। আল্লামা আব্দুল কুদ্দুস, প্রিন্সিপাল, ফরিদাবাদ মাদাসা। আল্লামা সাজিদুর রহমান, কো-চেয়াম্যান, আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া। আল্লামা মুফতি দিলাওয়ার হুসাইন, মহাসচিব, জাতীয় মুফতি বোর্ড। লেখক, গবেষক মাওলানা উবায়দুর রহমান খান নদভী। শায়েখ আব্দুল হক, চেয়ারম্যান হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ। মুফতি আবুল বাশার নােমানী, প্রিন্সিপাল, জামেউল উলুম মাদরাসা। মুফতি রেজাউল হক মুহাম্মদ আব্দুল্লাহ, প্রিন্সিপাল , দারুল উলুম ঢাকা। মুফতী শহিদুল্লাহ কাসেমী, প্রিন্সিপাল খাদেমুল ইসলাম মাদরাসা।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থি আছেন জনাব ফরিদুল হক খান দুলাল এম.পি, মাননীয় প্রতিমন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। জনাব মির্জা আজম এম.পি (সাবেক প্রতিমন্ত্রী), সভাপতি, বস্ত্র ও পাট মন্ত্রণালয় স্থায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ। জনাব আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মােল্লা এম.পি, ঢাকা ১৬ আসন। জনাব আগা খান মিন্টু এম.পি, ঢাকা ১৪ আসন।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত আছেন জনাব মােঃ আবুল কালাম আজাদ, সাবেক মুখ্য সচিব ও মূখ্য সমন্বয়ক (এসডিজি) প্রধানমন্ত্রীর কার্যালয়, সভাপতি, বাংলাদেশ স্কাউট।
বিশেষ আকর্ষণ হিসেবে অনুষ্ঠানে থাকছে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতি সংগঠন ‘কলরব’।
-কেএল