মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

নিষেধাজ্ঞার মধ্যেই প্রতিবেশী দেশে গম রফতানি হবে: ভারতীয় হাইকমিশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গম রফতানিতে নিষেধাজ্ঞা দিলেও খাদ্য নিরাপত্তার অংশ হিসেবে প্রতিবেশী দেশসহ অন্যান্য দেশ ভারত থেকে এ খাদ্যশস্য সংগ্রহ করতে পারবে।

গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো ঢাকায় ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গম রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও প্রতিবেশী দেশগুলো ভারত থেকে গম সংগ্রহ করতে পারবে। এ ছাড়া রফতানির জন্য ইতোমধ্যে যেসব ঋণপত্র ছাড় দেওয়া হয়েছে, সেই পরিমাণ গম রফতানিতে এ নিষেধাজ্ঞা কোনো প্রভাব ফেলবে না বলে এতে উল্লেখ করা হয়।

সম্প্রতি গণমাধ্যমে ভারতের গম রফতানির 'নিষেধাজ্ঞা'র খবর প্রকাশিত হয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, অভ্যন্তরীণ খাদ্য চাহিদা পূরণ, মুদ্রাস্ফীতি রোধ এবং ভারতের প্রতিবেশী এবং খাদ্য নিরাপত্তার উদ্বেগ আছে এমন দেশের প্রকৃত চাহিদা মেটাতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে গত শনিবার ভারতের বাণিজ্য সচিব বি ভি আর সুব্রামানিয়াম বলেছেন, যে গম রফতানিতে নিষেধাজ্ঞা আরোপের কারণে দক্ষিণ এশিয়ার প্রতিবেশি দেশগুলোর খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে না।

সুব্রামানিয়াম আর বলেন, ভারতে গম সরবরাহে কোনো সংকট নেই এবং গম ও গমের আটার অভ্যন্তরীণ দাম নিয়ন্ত্রণে রাখার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা সাময়িক।

একদিকে রাশিয়া-ইউক্রেন সংকটে বিশ্বে গমের সবচেয়ে বড় জোগানদাতা দুটি দেশ গম রফতানি থেকে নিজেদের সরিয়ে নেয় ও কিছু ক্ষেত্রে বিরত থাকতে বাধ্য হয়, অন্যদিকে নিজেদের খাদ্য নিরাপত্তার কথা ভেবে ভারত জানিয়েছে, তারা আর গম রফতানি করতে পারবে না।

চারদিকে মূল্যস্ফীতির এ রমরমা দশায় ভারতের এমন ঘোষণায় বেড়েছে গমের দাম। গমের শিকাগো বেঞ্চমার্কের হিসাব অনুযায়ী, এক লাফে গমের দাম বেড়েছে ৫ দশমিক ৯ শতাংশ। গত দুই মাসে গমের এ মূল্য উল্লম্ফন সর্বোচ্চ।

তবে ভারত জানিয়েছে, ইতোমধ্যে যাদের সঙ্গে চুক্তি হয়েছে, তাদের কাছে চুক্তি অনুযায়ী গম সরবরাহ করবে সরকার। এ ছাড়াও যারা সংকটের মুখোমুখি হবে, তাদের ব্যাপারে ভারত নমনীয় হবে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ