মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

অস্থির সেই লেবাননে সেনা নিরাপত্তায় ভোটগ্রহণ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লেবাননে সাধারণ নির্বাচনে আজ রোববার ভোটগ্রহণ শুরু হয়েছে। ২০১৯ সালে জনগণের ব্যাপক বিক্ষোভের পর প্রথমবারের মতো দেশটির প্রায় চার লাখ মানুষ ভোটাধিকার প্রয়োগ করছেন।

স্থানীয় সময় সকাল ৭টা থেকে দেশজুড়ে ভোট কেন্দ্রের দরজা খুলে দেওয়া হয়। কঠোর নিরাপত্তার দায়িত্বে রয়েছে সেনাবাহিনী। খবর আনাদোলু।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৭১৮ জন প্রার্থী। সংসদীয় আসন ১২৮টি। নাগরিকদের ভোট দেওয়ার বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২১ বছর। গতকাল শনিবার এক বিবৃতিতে লেবাননের সেনাবাহিনী ঘোষণা দেয়, তারা দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে রাজধানী বৈরুতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

সর্বশেষ ২০১৮ সালের ৬ মে লেবাননে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ভোট পড়েছিল ৪৯ শতাংশ। ২০১৯ সালের শেষের দিক থেকে গুরুতর অর্থনৈতিক সংকটে নিমজ্জিত হয়ে পড়ে লেবানন। মুদ্রার মান পড়ে যাওয়ার পাশাপাশি জ্বালানি ও চিকিৎসা খাতে ব্যাপক সংকট দেখা দেয়।

গত বছরের ১৭ অক্টোবর থেকে লেবাননে বড় আকারের সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। প্রাথমিকভাবে গ্যাস এবং তামাকের দাম বৃদ্ধির কারণে মানুষ রাস্তায় নেমে আসে। পাশাপাশি বার্তা প্রেরক একটি মোবাইল অ্যাপের ওপর নতুন করে ট্যাক্স বসানোয় বিক্ষোভ জোরালো হয়।

অর্থনীতিক স্থবিরতা, বেকারত্ব, সাম্প্রদায়িক এবং বংশগত রাজনৈতিক ব্যবস্থা ও দুর্নীতির বিরুদ্ধে সেই বিক্ষোভ গণবিপ্লবে পরিণত হয়। পানি, বিদ্যুৎ এবং স্যানিটেশনের মতো অত্যাবশ্যকীয় পরিষেবা প্রদানে সরকারের অক্ষমতার দরুণ ২০১৯ সালের ২৯ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী সাদ হারিরি পদত্যাগ করেন।

ওই বছরের ১৯ ডিসেম্বর হাসান দিয়াবকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন দেশটির প্রেসিডেন্ট মিশেল আউন। তবে দেশের অর্থনৈতিক অবস্থার অবনতি হতেই থাকে। ২০২০ সালের শেষ নাগাদ দেশটির সরকারের ঋণের পরিমাণ ছিল ৯৫ বিলিয়ন ডলারেরও বেশি।

ছয় মাসে লেবানিজ পাউন্ডের মূল্য ৭০ শতাংশ অবনতি হয়েছে। জনসংখ্যার ৩৫ শতাংশ বেকার হয়ে পড়ে। অধিকার আদায়ে বৈরুতসহ বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসব থেকে বেরিয়ে আসার লক্ষ্যেই দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ