মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

দিল্লি থেকে ফিরেই মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব পদত্যাগ করেছেন। আজ বিকেলে ত্রিপুরার গভর্নর এস এন আর্য্যর কাছে তিনি পদত্যাগপত্র পেশ করেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন। ত্রিপুরা বিজেপির অন্তর্কোন্দলের জেরে তিনি পদত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ত্রিপুরায় বিধানসভা নির্বাচন হবে একবছর পর। বিপ্লব দেবের পদত্যাগের পর উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য দায়িত্ব নিতে পারেন বলে সূত্র জানিয়েছে।

পদত্যাগের পর বিপ্লব দেব বলেছেন, বিধানসভা নির্বাচন সামনে আসছে। দল চায় আমি সংগঠনের কাজে মনোনিবেশ করি। সংগঠন শক্তিশালী হলেই আমরা সরকার গঠন করতে পারব। আমাদেরকে ২০২৩ সালের জন্য প্রস্তুত হতে হবে।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে আগ্রহী বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। এর মধ্যে রয়েছেন বিজেপি রাজ্য শাখার সভাপতি মানিক সাহা, উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মা ও ভারতের কেন্দ্রীয় মন্ত্রী প্রতীমা ভৌমিক।

বিগত কয়েক বছর ধরে বিপ্লব দেবের সঙ্গে ত্রিপুরা বিজেপির কিছু নেতার দ্বন্দ্ব চলছিল। দ্বন্দ্বের জেরে কয়েকজন বিধানসভা সদস্য বিজেপি ছেড়ে কংগ্রেস ও অন্যান্য দলে যোগ দিয়েছেন।

দলের অন্তর্কোন্দল সামাল দিতে বিপ্লব দেবকে গত বৃহস্পতিবার দিল্লিতে তলব করা হয়। সেখানে তিনি বিজেপির সাবেক সভাপতি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বর্তমান সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন। শনিবার দিল্লি থেকে ত্রিপুরায় ফেরার কিছুক্ষণ পর রাজভবনে গিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন।

বিধানসভায় বিজেপির পরবর্তী নেতা ও মুখ্যমন্ত্রী নির্বাচনে শনিবার রাতে বিজেপির বিধায়কদের সভা হওয়ার কথা রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ