আওয়ার ইসলাম ডেস্ক: দ্বিতীয়বারের মতো ফরাসি প্রেসিডেন্টের দায়িত্ব বুঝে নিলেন এমানুয়েল ম্যাক্রোঁ।
আজ শনিবার এলিসি প্রাসাদ প্রাঙ্গণে সাংবিধানিক কাউন্সিলের প্রধান লরেন্ট ফ্যাবিউয়াস ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে ম্যাক্রোঁ’র নাম ঘোষণা করেন। ফ্রান্স টোয়েন্টিফোরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ফান্সে মধ্য যুগ থেকে চলে আসা ঐতিহ্যের অংশ হিসেবে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে ২১টি কামানের গোলা ছুড়ে অভ্যর্থনা জানানো হয়।
দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট হিসেবে ঘোষিত হওয়ার পর বিশেষ ভাষণে ম্যাক্রোঁ শক্তিশালী ফ্রান্স গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, ‘ফরাসিরা আমার ওপর দ্বিতীয় মেয়াদের জন্য আস্থা রেখেছেন। আমাকে এটা মান্য করে চলতে হবে। এটা অত্যন্ত ভঙ্গুর আস্থা। আমাদের স্বাধীনতার চেতনা ও মূল্যবোধ আজ হুমকির মুখে।’
ডানপন্থি বিরোধী নেতা ম্যারিন লি পেন’র বিরুদ্ধে সম্প্রতি দুই দফার প্রেসিডেন্ট নির্বাচনে সাড়ে ৫৮ শতাংশ ভোট পান এমানুয়েল ম্যাক্রোঁ। এরপর আজ শনিবার এলিসি প্রাসাদের অনুষ্ঠানে সাড়ে চারশ’র মতো অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। এদের মধ্যে সাবেক প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদ ও নিকোলাস সারকোজিসহ মন্ত্রিপরিষদের সদস্য ও সাংবিধানিক কাউন্সিলের সদস্যেরাও ছিলেন।
আনুষ্ঠানিক দায়িত্বপ্রাপ্তি ঘটলেও আদতে আগামী ১৩ মে মধ্যরাতে প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার পর দ্বিতীয় মেয়াদে কাজ শুরু করবেন ম্যাক্রোঁ।
দায়িত্ব নেওয়ার পর এমানুয়েল ম্যাক্রোঁর প্রথম কাজই হবে প্রধানমন্ত্রী নিয়োগ। এরপর তাঁর সামনে বড় রাজনৈতিক পরীক্ষা হলো আসন্ন জুনের পার্লামেন্টারি নির্বাচন।
-এটি