আওয়ার ইসলাম ডেস্ক: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র হচ্ছে আসল ‘হ্যাকার রাষ্ট্র’, ‘নজরদারিতে নিয়োজিত রাষ্ট্র’ ও ‘সাইবার চোর রাষ্ট্র’। শুক্রবার বেইজিংয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেন
যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে ঝাও লিজিয়ান বলেন, বিশ্বজুড়ে সার্বভৌম রাষ্ট্রগুলোর কার্যক্রমে ‘নাক গলাতে’ ওয়াশিংটন সম্পূর্ণ আগ্রহী। অথচ একই সময়ে তারা নিজেদের কর্মকাণ্ড গোপন করতে অন্যান্য দেশের বিরুদ্ধে সাইবার নজরদারির অভিযোগ তোলে।
তিনি বলেন, অন্যান্য দেশের বিরুদ্ধে সাইবার আক্রমণের ভিত্তিহীন অভিযোগ এনে থাকে যুক্তরাষ্ট্র। একই সময়ে তারা নিজেরাই অগ্রসর ডিজিটাল প্রযুক্তি কাজে লাগিয়ে বড় পরিসরে নজরদারি ও সাইবার চুরিতে ব্যস্ত থাকে। নিজেদের নাগরিকদের ক্ষেত্রে যেমন, তেমনি অন্যান্য রাষ্ট্রের ক্ষেত্রেও তারা নজরদারি ও সাইবার চুরি অব্যাহত থাকে। যুক্তরাষ্ট্রের সহযোগী ও মিত্র দেশগুলোও বাদ যায় না।
অন্যের গায়ে কালি মেখে নিজের ময়লা আড়াল করা যায় না, মন্তব্য করে চীনের এ কূটনীতিক যুক্তরাষ্ট্রকে ‘যথাসম্ভব দ্রুত সুবিবেচনার পরিচয় দেওয়ার’ আহ্বান জানান।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের উচিত (নিজের আচরণ সম্পর্কে) ভাবা, চীন ও অন্যান্য দেশের ক্ষেত্রে সাইবার চুরি বন্ধ করা এবং সাইবার নিরাপত্তা সংক্রান্ত ইস্যুগুলোতে অন্য দেশের উপর দোষ চাপানো বন্ধ করা।
আগামী দিনের ইউক্রেন পূর্ব এশিয়ায় হতে পারে, যুক্তরাজ্য সফরকালে জাপানি প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে প্রতিক্রিয়া জানাতে গিয়ে চীনা মুখপাত্র বলেন, তাইওয়ান হচ্ছে চীনা ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। জাপানের উচিত তাইওয়ান প্রশ্নে বিশেষ বিচক্ষণতার পরিচয় দেওয়া, কারণ তাইওয়ানের চীনা জনগোষ্ঠীর সঙ্গে অতীত আচরণের দায় থেকে জাপান নিজে এ ইস্যুতে মন্তব্য করার মতো অবস্থায় নেই।
-এটি