আওয়ার ইসলাম ডেস্ক: রংপুরের পাগলাপীরে মাইক্রোবাস ও সিএনজি রিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। এ সময় কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বুধবার (৪ মে) সন্ধ্যা সোয়া সাতটার দিকে সদর উপজেলার পাগলাপীর সলেয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ছেয়াদুল ইসলাম ছোপড়া (৩৭) নামে একজনের পরিচয় পাওয়া গেছে।
তিনি তারাগঞ্জের ইকরচালী গ্রামের মৃত কপিল উদ্দিনের ছেলে। দুর্ঘটনার সময় ছেয়াদুল সিএনজিচালিত থ্রি-হুইলারে ছিলেন। ওই থ্রি-হুইলারের আরো দুজন মারা গেছেন।
কোতোয়ালী থানার ওসি মোস্তাফিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
-এটি