আওয়ার ইসলাম ডেস্ক: দীর্ঘ ২৫ বছরের পরিষেবা শেষে অবশেষে বন্ধ হয়ে গেল অ্যামাজনের মালিকানাধীন জনপ্রিয় অ্যানালাইসিসভিত্তিক ওয়েবসাইট অ্যালেক্সা ডট কম।
গত রবিবার (১ মে) থেকে তাদের সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে বলে অ্যালেক্সা ডটকম এক নোটিশের মাধ্যমে জানিয়েছে।
সেখানে বলা হয়, দুই দশকের অধিক সময় যাবত ডিজিটাল গ্রাহক খুঁজতে, তাদের কাছে পৌঁছাতে সাহায্য করার পর আমরা অবসরে গেলাম। এই দীর্ঘ সময়ে বিষয়বস্তু গবেষণা, প্রতিযোগিতামূলক বিশ্লেষণ, কিওয়ার্ড রিসার্চসহ আরও অনেক কিছুর জন্য আমাদেরকে বেছে নেওয়ায় আপনাদের আন্তরিক ধন্যবাদ।
উল্লেখ্য, ডিজিটাল এই সময়ে অ্যালেক্সা ডটকম বর্তমানে সকল ইন্টারনেট গ্রাহকের কাছেই বেশ পরিচিত। ওয়েবসাইটের ট্রাফিকসহ বিভিন্ন বিষয়ে ধারণা পাওয়া যেত এই অ্যালেক্সার মাধ্যমে। এছাড়াও বিশ্বের ওয়েবসাইটগুলোর মধ্যে কোন সাইটের র্যাংক কতো; তাও এই অ্যালেক্সাতে দেখা যেত।
বর্তমানে অ্যালেক্সা তাদের এই কার্যক্রম বন্ধ করে দেওয়ায় এখন থেকে আর সেই সুযোগ থাকছে না। সূত্র: অ্যালেক্সা ডটকম
-এটি