নাজমুল হাসান সাকিব: বাহেরবালী দারুল উলুম নোমানিয়া মাদরাসা বাজিতপুর কিশোরগঞ্জের নতুন শিক্ষাবর্ষের ভর্তি শুরু ৮ শাওয়াল।
জানা গেছে, প্রতিষ্ঠানটি চলতি বর্ষে সাফল্যের ৬০ তম বর্ষে পদার্পণ করছে। এ প্রতিষ্ঠানকে কেন্দ্র করে বাহেরবালী এলাকায় হাফেজ-আলমের সংখ্যা প্রায় চার শ। ছোট থেকেই নিজ গ্রামের এই মাদ্রাসায় পড়াশোনা করে সমাজে আজ যোগ্য আলেম হিসেবে অনেকেই পরিচিত। যারা ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দ্বীনি খেদমত করে যাচ্ছেন।
বাহেরবালী দারুল উলুম নোমানিয়া মাদরাসা বাজিতপুর কিশোরগঞ্জের বৈশিষ্ট্যসমূহের মধ্যে অন্যতম হলো, সংরক্ষিত নিরাপদ ও মনোরম পরিবেশ। সুদক্ষ ও আদর্শবান শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত। সাপ্তাহিক বক্তৃতা প্রশিক্ষণের সু-ব্যবস্থা। আরবি, বাংলা, অংক, ইংরেজি সহ আধুনিক শিক্ষা সিলেবাস। অভিজ্ঞ আলেমদের মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থা। পিতৃস্নেহ ও মাতৃসুলভ আচরণে পাঠদান। ইলম অর্জনের পাশাপাশি তরবিয়াতের ব্যবস্থা। অত্র মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের জন্য এলাকা থেকে মানসম্মত খাবারের ব্যবস্থা। বোর্ড পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের মাদ্রাসার পক্ষ থেকে বিশাল পুরস্কারের ব্যবস্থা।
মাদ্রাসার বিভাগসমূহ: কিতাব বিভাগ হেদায়াতুন্নাহু (৮ম শ্রেণি) পর্যন্ত। নূরানী বিভাগ (২বছর মেয়াদী) বাংলাদেশ তালিমুল কুরআন শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত। অত্র বিভাগে অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত কারীদের মাধ্যমে আরবী শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান শিক্ষা দেওয়া হয়।
হিফজ ও নাজেরা বিভাগ, উক্ত বিভাগে বিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত হাফেজদের মাধ্যমে অত্র বিভাগে ভর্তি হওয়া মনোযোগী ছাত্রদেরকে তিন বছরে সম্পূর্ণ কোরআনুল কারিমের হাফেজ হিসেবে গড়ে তোলা হয়। হিফজ শেষে প্রথম তারাবি মাদ্রাসার পক্ষ থেকে ব্যবস্থা করে দেওয়া হয়।
ভর্তি সংক্রান্ত তথ্য: সকল বিভাগে ভর্তি ফি: ১০০০ টাকা। ফরম: ৫০ টাকা। মাসিক বিদ্যুৎ বিল: ৫০ টাকা।
ভর্তির সময়: সকাল ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। দুপুর ০২টা থেকে আসর পর্যন্ত।
সার্বিক যোগাযোগ: মাওলানা আব্দুল কুদ্দুস (মুহতামিম) 01715-366348, মাওলানা আব্দুল গাফ্ফার (নাজিমে তালিমাত) 01777-066625
-কেএল